Nawazuddin Siddiqui

বিয়েবাড়িতে অভিনেতাদের নাচ নিয়ে তুমুল সমালোচনা, কী বললেন অভিনেতা নওয়াজ়উদ্দিন?

সোজাসাপটা কথা বলতে সব সময় ভালবাসেন অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। এ বার ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করা নিয়ে মুখ খুললেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৯:৩৪
Share:

নওয়াজ়উদ্দিন সিদ্দিকি ছবি: সংগৃহীত।

অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকির অভিনয়ে মুগ্ধ দর্শক। বাস্তবেও তিনি সোজা কথা বলতেই ভালবাসেন। অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও হয়েছিল অনেক বিতর্ক। সেই বিষয়েও তিনি সব সময় প্রকাশ্যে জবাব দিয়েছেন৷ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা। বলিউড অভিনেতাদের অনেকেই বিভিন্ন বিয়ে বাড়ি, অনুষ্ঠানবাড়িতে বিশেষ অনুষ্ঠান করার জন্য ডাক পান। তা নিয়ে নানা জনের নানা মত। কেউ কেউ ঘোর বিরোধী নায়ক, নায়িকাদের এই ব্যক্তিগত অনুষ্ঠান করা নিয়ে। আবার কারও মতে পারিশ্রমিক পেলে না করার কী আছে?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নওয়াজ়উদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল। অভিনেতার সাফ উত্তর, কেন কেউ পারফর্ম করবেন না! অভিনেতা বলেন, "আমরা শিল্পী। এই কাজ না করার মতো তো কিছু হয়নি। কেন কেউ পারিশ্রমিক পেলে বিয়েবাড়ি বা জন্মদিনের অনুষ্ঠানে পারফর্ম করবেন না!" উল্টে সমালোচকদের তীব্র নিন্দা করেছেন অভিনেতা। নওয়াজ়ের মতে তারকাদের প্রতিটি কাজ নিয়ে সমালোচনা বন্ধ হওয়া দরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement