Prantik Banerjee

একটা কাজ করলে সেটা দেখানো হয় সাত-আট মাস পরে, এক প্রকার দিন আনি দিন খাই ব্যাপার: প্রান্তিক

অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভাঙা প্রসঙ্গে চর্চায় অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে টলিপাড়ায় কাজের প্রসঙ্গ উঠতেই কী বললেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৫:২৯
Share:

টলিপাড়ায় কাজের ব্যবস্থা নিয়ে কী বললেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। তাঁদের বিয়ের ভাঙার খবর প্রথমে প্রান্তিক নিজেই প্রকাশ্যে আনেন। তার পর থেকে নানা প্রশ্নে জর্জরিত দম্পতি। কাজের সূত্রে অভিনেত্রী এখন মুম্বইয়ে। আর প্রান্তিক কলকাতায়। তাঁকে যে খুব বেশি অভিনয় করতে দেখা যাচ্ছে, তা নয়। তা হলে কী ভাবে জীবনধারণ করছেন অভিনেতা?

Advertisement

কাজ এবং জীবনধারণ প্রসঙ্গে অভিনেতা বলেন, “বাছাই করে কাজ করছি, এমন নয় বিষয়টা। বছরে কাজ আসেই তো পাঁচটা। সেই পাঁচটা কাজই করার চেষ্টা করি। তিনটে এলে তিনটে করি। আমাদের কাজ তো তথাকথিত অফিসে কাজের মতো নয়। আর এখন একটা কাজ করলে সেটা দেখানো হবে সাত-আট মাস পরে। তাও সেটা চোদ্দোবার অনেক জায়গায় গিয়ে বলতে হবে দেখার জন্য। তার পরে মানুষ বুঝতে পারবেন যে আমি কাজ করছি। এই যুদ্ধটা আমি করি না। নিজের মতো করে কাজ করার চেষ্টা করি।”

এই প্রতিযোগিতার যুগে তা হলে সংসার চালাতে অসুবিধা হয় না অভিনেতার? সেই সঙ্গে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চাপও থাকে। প্রান্তিক যোগ করেন, “চলে না তো। আমি আমার মতো নিজেকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। একটা কাজের জন্য পারিশ্রমিক পেলাম। সেটা দিয়েই হয়তো সাত মাস চালাতে হচ্ছে। এক প্রকার দিন আনি দিন খাই ব্যাপার। সত্যিই তো কঠিন চালানো।” খুব বেশি ধারাবাহিক বা ছবিতে তাঁকে দেখা যাচ্ছে, তেমন নয়। সদ্য মুক্তি পেয়েছে প্রান্তিক, অর্পণ ঘোষাল এবং অলিভিয়া সরকার অভিনীত ‘রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম’ ছবিটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement