Raghav Juyal Health Update

শাহরুখের ‘কিং’-এর সেটে বিপত্তি! গুরুতর জখম রাঘব জুয়াল, অভিনেতা আর কি শুটিং করতে পারলেন?

খবর, সেটে চিকিৎসকের একটি দল উপস্থিত ছিলেন। তাঁরা সঙ্গে সঙ্গে শুশ্রূষা শুরু করেন অভিনেতার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৬:১৯
Share:

রাঘব জুয়াল চোট পেলেন শাহরুখ খানের ‘কিং’ ছবির সেটে। ছবি: ফেসবুক।

শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর শুটিং শুরু হয়েছে। এ দিকে, শুরুতেই বিপত্তি। খবর, অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে গুরুতর জখম রাঘব জুয়াল। পায়ে আঘাত পেয়েছেন তিনি। চোট এতটাই জোরালো যে, সঙ্গে সঙ্গে ব্যথায় কাবু হয়ে পড়েন অভিনেতা। সেটে সেই সময় চিকিৎসকের একটি দল উপস্থিত ছিলেন। তাঁরা সঙ্গে সঙ্গে অভিনেতার শুশ্রূষা শুরু করেন। তবে আঘাত পেয়েও শুটিং বন্ধ করেননি অভিনেতা। ব্যথা নিয়েই একাধিক শট দিয়েছেন। রাঘবের এই পেশাদারিত্বে চমৎকৃত সেটের সকলেই। প্রত্যেকে প্রশংসা করেছেন তাঁর।

Advertisement

শাহরুখের এই ছবিটি নাম ঘোষণার পর থেকেই চর্চিত। ছবির নায়িকা সুহানা খান। শাহরুখ এই ছবিতে মেয়ের সঙ্গে অভিনয় করছেন। এবং এই ছবি দিয়েই বলিউডে মেয়ের পায়ের নীচের জমি আরও শক্ত করার চেষ্টা তাঁর, এমনটাও শোনা গিয়েছে। পাশাপাশি, ছবি জুড়ে তারকার মেলা। অনিল কপূর, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন-সহ বলিউডের তাবড় তারকা এই ছবিতে রয়েছেন। আছেন রাঘবও। শোনা যাচ্ছে, এই ছবিতে তাঁকে অ্যাকশন অভিনেতা হিসাবে দেখা যাবে। সেই অনুযায়ী তিনি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। তখনই বিপত্তি। যে পায়ের হাঁটুতে অতীতে অস্ত্রোপচার হয়েছিল সেই পায়েই দ্বিতীয় বার আঘাত পেয়েছেন।

এও জানা গিয়েছে, ব্যথা কমাতে রাঘবকে চিকিৎসকেরা বেশি ডোজ়ের একাধিক ওষুধ দিতে বাধ্য হন। সেই ওষুধ খেয়ে নিজেকে সামলান অভিনেতা। খবর ছড়াতেই বলিউডের একাধিক ব্যক্তিত্বের দাবি, রাঘব অত্যন্ত পেশাদার এবং পরিশ্রমী। এর আগে ‘কিল’ ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় চোট পেয়েছিলেন তিনি। তখনও তিনি সেই অবস্থাতেই শুটিং করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement