রাহুল গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
‘গীতা এলএলবি’ ধারাবাহিকে তাঁকে ধূসর চরিত্রে দেখেছেন দর্শক। সাত্ত্বিক চরিত্রটি নিয়ে বিপুল আলোচনাও হয়েছিল। সাত্ত্বিক ওরফে অভিনেতা রাহুল গঙ্গোপাধ্যায় ছোট পর্দায় ফিরছেন একেবারে অন্য অবতারে। অভিনেত্রী সুদীপ্তা রায়ের সঙ্গে জুটিতে দেখা যাবে তাঁকে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘ফেরারী মন’ ধারাবাহিকে। নতুন কাহিনিতে এক কীর্তনিয়ার চরিত্রে দেখা যাবে সুদীপ্তাকে। গ্রামের প্রেক্ষাপটে গল্প বোনা হয়েছে। চরিত্রের নাম বিনু। নায়িকা দরিদ্র পরিবারের মেয়ে। আর নায়ক বিত্তশালী পরিবারের ছেলে। কৃষ আর বিনুর দেখা হলে ঠিক কী হবে? সেই কাহিনিই বলবে এই নতুন ধারাবাহিক। নতুন গল্পের নাম ‘বৃন্দাবন বিলাসিনী’।
সুদীপ্তার সঙ্গে জুটি বাঁধছেন রাহুল। ছবি: সংগৃহীত।
এ প্রসঙ্গে সুদীপ্তা বললেন, “বিনু কৃষ্ণের ভক্ত। আর কৃষের বাড়িতে মা কালীর আরাধনা করা হয়। আর অর্থনৈতিক দিক থেকেও অনেক পার্থক্য রয়েছে দু’জনের। দু’জনের দেখা হলে ঠিক কী হবে সেটাই দেখানো হবে গল্পে। খুবই উত্তেজিত নতুন চরিত্র পেয়ে। দর্শকের কেমন লাগবে সেটা নিয়েই এখন ভাবছি।”
এ প্রসঙ্গে নায়কেরও একই বক্তব্য। রাহুল বললেন, “অপেক্ষা করছি কবে আমাদের পর্দায় দেখবেন দর্শক। খুব যত্ন করে চরিত্রগুলো লেখা হয়েছে। কৃষ আধুনিক একটি যুবক। এমবিএ করছে। সেখানে একেবারে অন্য মেরুর এক মানুষের সঙ্গে দেখা। তার পর কোন দিকে মোড় নেবে এই কাহিনি সেই অপেক্ষাতেই সবাই।” বাংলা টকিজ প্রযোজিত এই ধারাবাহিক সম্প্রচারিত হবে সান বাংলায়।