Raja-Madhubani

মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটছেন মধুবনী, সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন রাজা, এ বার কি তারকাদম্পতি যোগ দেবেন রাজনীতিতে?

রাজাকে দর্শক দেখছে ‘চিরসখা’ ধারাবাহিকে। মধুবনী অবশ্য অনেক দিন ক্যামেরা থেকে দূরে। মাঝে কয়েক দিনের জন্য দেখা গিয়েছিল ‘চিরসখা’র গল্পেই। এর মাঝেই নতুন আলোচনা, তাঁরা কি যোগ দিচ্ছেন রাজনীতিতে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৪:৫৪
Share:

এ বার কি রাজনীতিতে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী? ছবি: সংগৃহীত।

কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে, কখনও সরকারি অনুষ্ঠানে—ইদানীং সর্বত্র দেখা যাচ্ছে অভিনেত্রী মধুবনী গোস্বামী এবং অভিনেতা রাজা গোস্বামীকে। তাঁরা দু’জনেই সমাজমাধ্যমে খুব সক্রিয়। এর মাঝেই ইন্ডাস্ট্রির অন্দরে নতুন আলোচনা। ২০২৬ সালের নির্বাচনে রাজনীতির ময়দানে দেখা যেতে পারে রাজা কিংবা মধুবনীকে। সত্যি কি তাই?

Advertisement

রাজাকে দর্শক দেখছে ‘চিরসখা’ ধারাবাহিকে। মধুবনী অবশ্য অনেক দিন ক্যামেরা থেকে দূরে। মাঝে কয়েক দিনের জন্য দেখা গিয়েছিল ‘চিরসখা’র গল্পেই। যদিও অভিনেত্রী ব্যস্ত নিজের ব্যবসার কাজে। এক দিকে ব্যাগের ব্যবসা, সেই সঙ্গে সালোঁ। অনেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন। যেহেতু মধুবনীকে অনেক দিন দেখা যাচ্ছে না ক্যামেরার সামনে, তাই কেউ কেউ ধরেই নিয়েছেন, এ বার বুঝি রাজনীতিতেই যোগ দেবেন অভিনেত্রী। তবে সব ভাবনা নস্যাৎ করে দিলেন রাজা।

অভিনেতার মতে, তাঁরা শিল্পী। সুতরাং এই ভাবনা পুরোপুরি ভুল। রাজা বলেন, “প্রথম ধারাবাহিকের পর থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের যোগাযোগ। উনি শিল্প এবং শিল্পী—উভয়কেই সম্মান করেন। সেই কারণেই যাওয়া। কোনও ভাবেই রাজনীতিতে যোগ দেওয়ার কোনও উদ্দেশ্য নেই।” আপাতত রাজা ব্যস্ত ধারাবাহিকেই। কমলিনীর ছোট ছেলের চরিত্রে দেখছে দর্শক। যে চরিত্র নিয়ে আলোচনাও হয়েছে অনেক। মধুবনী জানিয়েছেন, আপাতত তিনি ছেলে, সংসার এবং ব্যবসা নিয়েই থাকতে চান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement