Rajkummar Rao Controversy

রাজকুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি! নিজেকে বাঁচাতে তড়িঘড়ি কী করলেন অভিনেতা?

খবর, ‘বহেন হোগি তেরি’র একটি দৃশ্যের জন্য ধর্মীয় অবমাননার অভিযোগ অভিনেতার বিরুদ্ধে। গ্রেফতারি এড়াতে তাই কি তিনি এই পথে হাঁটলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১২:২৬
Share:

বড় বিপদে রাজকুমার রাও? ছবি: সংগৃহীত।

জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি অভিনেতা রাজকুমার রাও-এর বিরুদ্ধে। খবর, ২০১৭-য় ‘বহেন হোগি তেরি’ ছবির পোস্টারে শিব সেজে বাইকে বসার জন্য! পোস্টারের এই ছবি হিন্দুধর্মকে অসম্মান করেছে, তখনই দাবি তুলেছিল স্থানীয় শিবসেনা। রাজনৈতিক দলটি জলন্ধর আদালতে ছবির পরিচালক, প্রযোজক এবং নায়ক-নায়িকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তারই শুনানিতে আদালতে আত্মসমর্পণ করেন অভিনেতা।

Advertisement

শিবসেনার পক্ষ থেকে ২০১৭ সালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ছবির পরিচালক নিতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, নায়িকা শ্রুতি হাসন এবং নায়ক রাজকুমার রাওয়ের বিরুদ্ধে। সংবাদমাধ্যম সূত্রে খবর, পূর্ববর্তী শুনানির সময় অভিনেতা আদালতে হাজিরা দেননি। যার জন্য তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা দায়ের করা হয়। সোমবার তাই তড়িঘড়ি আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন রাজকুমার, যাতে জামিন-অযোগ্য গ্রেফতারি এড়াতে পারেন। পরবর্তী শুনানি ৩০ জুলাই।

সোমবার আদালতে আত্মসমর্পণের পরে শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন অভিনেতা, জানা গিয়েছে এমনই। বিষয়টি যেহেতু ধর্ম সংক্রান্ত এবং স্পর্শকাতর তাই, পরবর্তী শুনানিতে আট বছরের পুরনো এই মামলার উভয় পক্ষের বক্তব্য নতুন করে শুনবে আদালত। তার পর রায় নির্ধারিত হবে। আদালতে আত্মসমর্পণ নিয়ে অভিনেতার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement