রুচি গুজ্জর। ছবি: ফেসবুক।
প্রকাশ্যে চপ্পল ছুড়েছিলেন প্রযোজক-পরিচালক মান লাল সিংহকে। জলের বোতলও ছুড়েছিলেন মডেল-অভিনেত্রী রুচি গুজ্জর। ২৫ জুলাই বানচাল করার চেষ্টা করেছিলেন ওই প্রযোজক-পরিচালকের নতুন ছবি ‘সো লং ভ্যালি’র বিশেষ প্রদর্শন। খবর, অপমানিত মান লাল সিংহ এ বার সুদে-আসলে তার শোধ তুলছেন! ছবির বিশেষ প্রদর্শন নষ্ট করার অভিযোগে রুচির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন!
‘সো লং ভ্যালি’র বিশেষ প্রদর্শনের দিন কী ঘটেছিল? খবর, ওই দিন আমন্ত্রণপত্র ছাড়াই কয়েক জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে নিয়ে রুচি জোর করে প্রেক্ষাগৃহে ঢোকেন। প্রথমে জলের বোতল তার পর চপ্পল ছোড়েন ছবির প্রযোজক-পরিচালকের দিকে। আক্রান্ত প্রযোজক-পরিচালকের আরও অভিযোগ, রুচির সঙ্গীরা তাঁর বিরুদ্ধে স্লোগানও দিচ্ছিলেন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মামলায় গুজ্জরের বিরুদ্ধে ছবির বিশেষ প্রদর্শনে আয়োজিত অনুষ্ঠানে নাশকতার চেষ্টাও করেন রুচি।
প্রযোজকের পক্ষ থেকে এর পর জারি করা এক বিবৃতি অনুযায়ী, গুজ্জর প্রযোজক-পরিচালকের বন্ধু এবং ‘সো লং ভ্যালি’র সহ প্রযোজক করণ চৌহানকে নাকি ২০-৩০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে চৌহান গুজ্জরের টাকা ফেরত না দেওয়ায় খেপে যান মডেল-অভিনেত্রী। অভিযোগ, তিনি প্রথমে ‘সো লং ভ্যালি’র অভিনেতাদের ছবিটি থেকে সরে আসার জন্য চাপ দেন। তার পরেও ছবিটি তৈরি হওয়ায় ছবির মুক্তি আটকাতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। যদিও আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। রায় দেয়, ছবি প্রযোজনার সঙ্গে রুচির কোনও চুক্তি হয়নি। তিনি ব্যক্তিগত ঋণ দিয়েছিলেন চৌহানকে। তাই ছবি মুক্তিতে হস্তক্ষেপ করার কোনও অধিকার তাঁর নেই।
সেই সময় মান লাল সিংহও জানিয়েছিলেন, তিনি রুচির থেকে ব্যক্তিগত ভাবে বা ছবির স্বার্থে কোনও ঋণ নেননি। উল্টে সমস্যা এড়াতে তাঁর বন্ধু চৌহানকে ছবির সহ-প্রযোজনার দায়িত্ব থেকেও সরিয়ে দেন।
অন্য দিকে রুচির অভিযোগ, ‘সো লং ভ্যালি’র প্রযোজক-পরিচালকের বন্ধু চৌহান গত বছর তাঁকে জানান, তিনি একটি হিন্দি ধারাবাহিক প্রযোজনা করবেন। সেই ধারাবাহিকের সহ-প্রযোজক হবেন রুচি। সেই অনুযায়ী তিনি অফিসিয়াল কাগজপত্রও পাঠিয়েছিলেন রুচিকে। ওই ধারাবাহিকে লগ্নির জন্যই রুচির থেকে তিনি অর্থ ধার নিচ্ছেন, নথিপত্রে তেমনই লেখা ছিল বলে মডেল-অভিনেত্রীর দাবি। নির্দিষ্ট সময়ে টাকা ফেরত না পাওয়ায় রুচি বারবার যোগাযোগের চেষ্টা করেন চৌহানের সঙ্গে। সেই সময় তিনি টাকা ফেরত পাওয়ার আশ্বাস পেলেও বাস্তবে তা ঘটেনি। তখনই রুচি জানতে পারেন, তাঁর দেওয়া টাকা কোনও নতুন ধারাবাহিকে নয়, ‘সো লং ভ্যালি’ ছবির জন্য নিয়েছিলেন চৌহান। সেই কারণে তিনি বিরোধিতা শুরু করেন।