Abhishek-Tota In New Bengali Film

কলকাতা জুড়ে আতঙ্ক, শহর ডুববে রক্তের বন্যায়! সৌজন্যে ‘হাথোড়া ত্যাগী’ আর টোটা রায়চৌধুরী?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১২:২৭
Share:

জুটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-টোটা রায়চৌধুরী? ছবি: সংগৃহীত।

তাঁর আগের ছবি ‘পাল্প’ ঘরানার। এ বার ‘স্ল্যাশার’ ছবির বৈশিষ্ট্য দেখা যাবে তাঁর ছবিতে। দেবালয় ভট্টাচার্যের নতুন ছবি ‘ভুগুন’-এর কথা প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। ২৯টি হিন্দি ছবির পর এ ছবির হাত ধরে বাংলায় পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুরাগীদের কাছে যাঁর পরিচয় ‘হাথোড়া ত্যাগী’। ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে দেবালয়ের ছবির শুটিং। ঘনিষ্ঠ সূত্রের খবর, সমান গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে।

Advertisement

দেবালয় ভট্টাচার্যের ছবিতে থাকবেন পার্নো মিত্রও। ছবি: সংগৃহীত।

তিনি বাংলা ছবিতে এত কম কেন! অনুরাগীদের এই আফসোস বুঝি মিটতে চলেছে। দেবালয়ের ছবি ছাড়াও টোটাকে দেখা যাবে জিৎ অভিনীত ‘অনন্ত সিংহ’-এর জীবনীছবিতেও। এ ছাড়াও থাকবেন পার্নো মিত্র, সুব্রত দত্ত, লোকনাথ দে, ঋদ্ধি সেন প্রমুখ। অভিষেকের বিপরীতে নবাগতা আরিয়া রায়। বলিউডের এক প্রথম সারির প্রযোজক এসভিএফের সঙ্গে ছবিটির সহ-প্রযোজনা করবেন।

দেবালয়ের ‘স্ল্যাশার’ ছবির বৈশিষ্ট্য কী? এই বিশেষ ঘরানায় ছবির শেষে এক বা একাধিক ব্যক্তি একের পর এক খুন করতে থাকে। সাম্প্রতিকতম উদাহরণ ‘অ্যানিম্যাল’। দেবালয়ের ছবির কাহিনিও নাকি এই ধারার। শোনা যাচ্ছে, শুটিংয়ের জায়গা খুঁজতে ইতিমধ্যেই ধান্যকুড়িয়া, বানতলা-সহ শহরের বিভিন্ন জায়গা চষে ফেলেছেন পরিচালক। ছবির জন্য সেট তৈরি হচ্ছে বিভিন্ন স্টুডিয়ো এবং নির্দিষ্ট অঞ্চলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement