Dhurandhar

২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে জুটি! ঘনিষ্ঠ প্রেমের দৃশ্যে কেমন সারা অর্জুন? মুখ খুললেন রণবীর

রণবীরের বয়স এখন ৪০। উল্টো দিকে সারার বয়স ২০। পর্দায় তাঁদের প্রেমের দৃশ্যে মাতোয়ারা হতে দেখা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৮:০৩
Share:

সারা অর্জুনকে নিয়ে কী বললেন রণবীর সিংহ? ছবি: সংগৃহীত।

প্রথম ঝলক সাড়া ফেলেছিল। ‘ধুরন্ধর’-এর মূল ঝলক প্রকাশ্যে আসতেই আলোড়ন। রণবীর সিংহ থেকে অর্জুন রামপাল, প্রত্যেককেই দেখা গিয়েছে একেবারে নতুন অবতারে। ২০ বছরের ছোট নায়িকা সারা অর্জুনের সঙ্গে রণবীরের রসায়ন নিয়েও চর্চা হচ্ছে। বয়সের ব্যবধানের জন্য কটাক্ষের শিকারও হয়েছিলেন অভিনেতা। এ বার তিনি নিজেই এই বিষয়ে মুখ খুললেন।

Advertisement

রণবীরের বয়স এখন ৪০। উল্টো দিকে সারার বয়স ২০। পর্দায় তাঁদের প্রেমের দৃশ্যে মাতোয়ারা হতে দেখা যাবে। নিন্দকেরা কটাক্ষ করেছেন, “হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে!” ঝলক মুক্তির অনুষ্ঠানে সারা অর্জুনের সঙ্গে অভিনয় নিয়ে রণবীর বলেন, “এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই। বাচ্চা হলেও তাঁরা প্রকাণ্ড।” হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিং-এর সঙ্গেও সারা অর্জুনকে তুলনা করেছেন রণবীর। এখানেই শেষ নয়। রণবীর তাঁর নায়িকাকে নিয়ে বলতে থাকেন, “ও যেন এটা করার জন্যই জন্মেছে। ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগে ও ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে। মানুষ ও শিল্পী হিসাবে ও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে ও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভাল লেগেছে।”

দক্ষিণী চলচ্চিত্রজগতে সারা অর্জুন অতি পরিচিত নাম। শিশুশিল্পী হিসাবে জনপ্রিয় ছিলেন একসময়। হিন্দি ছবিতেও কাজ করেছেন সারা। তা ছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করেছেন সারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement