Saif Ali Khan

১২০০ কোটি টাকার সম্পত্তিতে যোগ হল আরও দু’টি বাড়ি! কত খরচ করলেন সইফ আলি খান?

মুম্বইয়ের পূর্ব আন্ধেরিতে দু’টি অফিসবাড়ি কিনলেন সইফ আলি খান। এই দু’টি অফিসবাড়ির মোট আয়তন ৫,৬৮১ বর্গফুট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ২১:০৫
Share:

সইফের সম্পত্তিতে নতুন সংযোজন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিরাট সম্পত্তির অধিকারী সইফ আলি খান। কিছু তাঁর নিজের তৈরি করা সম্পত্তি। বাকিটা পারিবারিক সূত্রে পাওয়া। অভিনেতার সম্পত্তির তালিকায় এ বার নতুন সংযোজন মুম্বইয়ের দু’টি অফিস ইউনিট।

Advertisement

মুম্বইয়ের পূর্ব আন্ধেরিতে দু’টি অফিসবাড়ি কিনলেন সইফ। এই দু’টি অফিসবাড়ির মোট আয়তন ৫,৬৮১ বর্গফুট। ছ’টি গাড়ি রাখার জায়গা রয়েছে এই অফিসের সঙ্গে। আমেরিকার একটি ওষুধ সংস্থার মালিকানায় ছিল এই দু’টি অফিস ইউনিট। তাদের থেকেই কিনেছেন সইফ। মোট ৩০.৭৫ কোটি টাকা দিয়ে এই নতুন সম্পত্তি কিনেছেন সইফ।

রিয়্যাল এস্টেট সংক্রান্ত বিনিয়োগ এর আগেও করেছেন সইফ। মুম্বইয়ের বান্দ্রায় বিলাসবহুল এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে সইফের। এই ফ্ল্যাটেই ছুরিকাহত হয়েছিলেন তিনি। মুম্বইয়ের এই ফ্ল্যাটটি নাকি ১০ বছর আগে কিনেছিলেন। বর্তমানে এই ফ্ল্যাটের বাজারমূল্য ১০৩ কোটি টাকা। এই ফ্ল্যাটে মোট পাঁচটি বেডরুম রয়েছে। বিশাল ছাদ-বারান্দার পাশাপাশি রয়েছে আরও দু’টি বড় ঘর। গানবাজনার জন্য একটি ঘর এবং অন্য ঘরটি শরীরচর্চার জন্য। ছাদে রয়েছে বড় সুইমিং পুলও।

Advertisement

এ ছাড়া তাঁর সম্পত্তির তালিকায় রয়েছে প্রাসাদপ্রমাণ ‘পটৌডী প্যালেস’। এই প্রাসাদের বাজারমূল্য আনুমানিক ৮০০ কোটি টাকা। প্রায় ১০ একর জমির উপর তৈরি হয়েছিল পটৌদী প্যালেস। এই প্রাসাদে নাকি দেড়শো ঘর রয়েছে। প্রতিটি ঘরেই নবাবিয়ানার ছোঁয়া। এই প্রাসাদে হয়েছে বলিউডের বেশ কিছু ছবির শুটিং। যেমন সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এর শুটিং হয়েছিল এখানে। এ ছাড়া সইফের নিজের ওয়েব সিরিজ় ‘তাণ্ডব’-এরও শুটিং হয়েছে এই প্রাসাদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement