কাজলের ব্যবসায়িক বুদ্ধি নিয়ে চর্চা। ছবি: সংগৃহীত।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে সঞ্চালনাও করছেন কাজল। তাঁর ও টুইঙ্কল খন্নার সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান এই মুহূর্তে চর্চায়। তবে শুধু রুপোলি দুনিয়ার কাজ নয়। ব্যবসায়িক বুদ্ধির দিক থেকেও এগিয়ে কাজল। মুম্বইয়ের গোরেগাঁওয়ে নিজের একটি অফিসবাড়ি ভাড়া দিয়ে বড় অঙ্কের অর্থ উপার্জন করেন অভিনেত্রী।
এই অফিসবাড়ি ভাড়া দিয়ে মাসে ৬.৯ লক্ষ টাকা পান কাজল। গোরেগাঁওয়ের এই অফিস আয়তনে ১৮১৭ বর্গফুট। সঙ্গে রয়েছে একটি গাড়ি রাখার জায়গাও। চলতি নভেম্বর মাস থেকেই ৯ বছরের চুক্তিতে এই অফিস ভাড়া দিয়েছেন কাজল। বর্তমানে এই অফিস ভাড়া দিয়ে মাসে ৬.৯ লক্ষ টাকা পাচ্ছেন কাজল। কিন্তু তিন বছর পরে ১৫ শতাংশ বেড়ে যাবে এই অফিসের দাম। অর্থাৎ তিন বছর পরে মাসে ৭.৯ লক্ষ ভাড়া নেবেন কাজল। আরও পরে মাসিক ভাড়া বেড়ে হবে ৯.১২ লক্ষ টাকা। ২০৩৪ সালে এই অফিস ভাড়া দিয়ে বার্ষিক ৮.৬ কোটি টাকা আয় করবেন কাজল। এই বড় অঙ্কই প্রমাণ করে দেয়, ব্যবসায়িক বুদ্ধিতেও পিছিয়ে নেই তিনি। জানা গিয়েছে, কাজল এই মুহূর্তে মোট ২৪৯ কোটি টাকার মালকিন। শুধু মুম্বই নয়। লন্ডনেও রয়েছে তাঁর বাড়ি।
উল্লেখ্য, কিছু দিন আগেই ‘ট্রায়াল’ সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে দেখা গিয়েছে কাজলকে। দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে এই সিরিজ়। এর আগে মুক্তি পায় কাজলের ভৌতিক ছবি ‘মা’। এই ছবিটি সেই ভাবে সাড়া ফেলতে পারেনি। বর্তমানে তিনি ‘মহারাগিনী’ নামে একটি ছবি নিয়ে ব্যস্ত। ছবিতে কাজলের সঙ্গে দেখা যাবে প্রভু দেবা ও নাসিরুদ্দিন শাহকে। এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালে।