হুমা ও শেফালি কত পারিশ্রমিক নিয়েছেন? ছবি: সংগৃহীত।
প্রতীক্ষা ছিল বহু দিনের। অবশেষে কিছু দিন আগেই মুক্তি পেল ‘দিল্লি ক্রাইম’ সিরিজ়ের তৃতীয় সিজ়ন। দর্শক ও সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে এই সিরিজ়কে কেন্দ্র করে। এই সিরিজ়ে রয়েছে একাধিক নারী চরিত্র। প্রতিটি চরিত্রই খুব শক্তিশালী বলে মনে করছেন দর্শক। এ বার জানা গেল, শেফালি শাহ থেকে হুমা কুরেশি, এই সিরিজ়ের জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছেন।
ডিসিপি বর্তিকা চতুর্বেদীর চরিত্রে ‘দিল্লি ক্রাইম’ সিরিজ়ে দেখা যায় শেফালিকে। এক দিকে বলিষ্ঠ পুলিশ আধিকারিক সে। কিন্তু তার ভিতরে রয়েছে এ আবেগপ্রবণ একটি মানুষ, যাকে নিয়ন্ত্রণে রাখে সে। এই সিজ়নে মোট ছ’টি পর্ব রয়েছে। বর্তিকার চরিত্রে অভিনয়ের জন্য শেফালি প্রতিটি পর্বে ১০ থেকে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গিয়েছে।
ভয়ঙ্কর খলচরিত্রে দেখা গিয়েছে হুমা কুরেশিকে। তাঁর চরিত্রের নাম ‘বড়ি দিদি’। তাঁর অভিনয় ভয় ধরাচ্ছে দর্শককে। প্রতি পর্বের জন্য ৭-৮ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন হুমা।
বাইরে থেকে শান্ত ও নম্র। কিন্তু অপরাধী ছাড় পায় না পুলিশ আধিকারিক নীতি সিংহের কাছে। এই চরিত্রে অভিনয় করেছেন রসিকা দুগ্গল। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। প্রতি পর্বের জন্য ৪-৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
দিল্লি পুলিশের আধিকারিক ভূপেন্দ্র সিংহের চরিত্রে দেখা গিয়েছে রাজেশ তৈলাংকে। এই সিজ়নের জন্য ৪ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে শোনা যাচ্ছে। এই বারের সিজ়নে দেখা গিয়েছে বাঙালি অভিনেত্রী সায়নী গুপ্তকে। এর আগের দু’টি সিজ়নে তিনি ছিলেন না। সায়নীও এক একটি পর্বের জন্য ৩ থেকে ৪ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন।