Salman Khan Updates

এই না হলে ‘ভাইজান’? বহু দিন পরে এই কাজটি করলেন সলমন! মুহূর্ত ছড়িয়ে পড়তেই খুশি বলিউড

যা করেছেন কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থেকেই করেছেন। কিন্তু তবু তো করেছেন! এতেই খুশি সলমন-অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১১:৪৭
Share:

সলমন খান কী করলেন? ছবি: সংগৃহীত।

অনেক দিন পরে নিজের শহরের পথে সলমন খান। একটা সময় তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই সাইকেল চালিয়ে ঘুরতেন। সে সব অতীত। লরেন্স বিশ্নোই তাঁকে খুনের হুমকি দেওয়ার পরে আর আগের মতো স্বাধীন ভাবে নিজের শহরেও ঘুরতে পারেন না। কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যে সারা ক্ষণ থাকতে হয় তাঁকে। তার মধ্যেই সোমবার ফাঁকতালে তাঁকে নিজের বাড়ি গ্যালাক্সি থেকে পথে নামতে দেখা গেল।

Advertisement

সলমনের বুঝি সাহস বেড়েছে! আবার আগের মতো ‘আমচি মুম্বই’য়ের পথে নিরাপত্তারক্ষী ছাড়াই কি সাইকেল চালালেন?

না, এই সুযোগ সম্ভবত তাঁর ভাগ্যে আর লেখা নেই। সলমন যথারীতি নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়েই পথে নেমেছেন। কিন্তু অনেক দিন পরে নিজের বাড়ির রাস্তার সামনে দেখা গিয়েছে ‘ভাইজান’কে। তাতেই বেজায় খুশি তাঁর অনুরাগীরা। সন্ধ্যার অন্ধকারেও তিনি অতি উৎসাহীদের কৌতূহলী নজর এড়াতে পারেননি। সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি অভিনেতা। সেই ঝলক ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

Advertisement

সম্প্রতি, সলমনের বাসভবন গ্যালাক্সি আবাসনে এক অজ্ঞাতপরিচয় নারী এবং পুরুষ জোর করে ঢুকে পড়ায় অভিনেতার নিরাপত্তা আরও জোরদার হয়েছে। যখনই তাঁর প্রাণসংশয় ঘটেছে, ‘ভাইজান’ উড়ে গিয়েছেন দুবাই বা অন্যত্র। তাঁর পরিবারও যে কোনও সময় আক্রান্ত হতে পারে। ইদানীং যে কারণে তিনি ছবিশিকারিদেরও আর ছবি তুলতে দেন না। সেই ভয় সরিয়ে তাঁর বাড়ি থেকে বেরোনোর মতো পদক্ষেপ তাই এত প্রশংসিত, মনে করছেন বাকিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement