Aamir Khan

৬০ বছরে আমিরের প্রেম নিয়ে খোঁচা! বিয়ে নিয়ে তারকাকে কী শোনালেন সলমন খান?

দু’বার বিবাহবিচ্ছেদের পরে নতুন মনের মানুষ খুঁজে পেয়েছেন আমির খান। ৬০ বছরের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ২০:১৪
Share:

আমিরের প্রেম নিয়ে সলমনের খোঁচা। ছবি: সংগৃহীত।

৬০ বছর বয়সে নতুন প্রেম খুঁজে পেয়েছেন আমির খান। সেই প্রেম নিয়েই এ বার বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’কে প্রকাশ্যে খোঁচা দিলেন সলমন খান।

Advertisement

দু’বার বিবাহবিচ্ছেদের পরে নতুন মনের মানুষ খুঁজে পেয়েছেন আমির খান। ৬০ বছরের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। প্রাক্তন স্ত্রীদের সঙ্গেও রেখেছেন সৌজন্যের সম্পর্ক। এই দেখে আমিরের দিকে একের পর এক কটাক্ষের বাণ ছুড়ে দিয়েছেন নিন্দকেরা। এ বার সলমনও ছাড়লেন না তাঁর দীর্ঘ দিনের বন্ধুকে।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর অনুষ্ঠানে হাজির ছিলেন সলমন খান। সেই অনুষ্ঠানের ঝলকে দেখা গিয়েছে, কী ভাবে আমিরকে খোঁচা দিয়েছেন সলমন। অনুষ্ঠানে ভাইজানকে কপিল প্রশ্ন করেন, “আমির ভাই কিছু দিন আগেই প্রেমিকার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি থামছেন না। আর আপনি কিছুই করছেন না।”

Advertisement

এর উত্তরে সলমন বলেন, “আমিরের বিষয়টাই আলাদা। ও তো পারফেকশনিস্ট। তাই যতক্ষণ না বিয়ে বিষয়টাকে ও ‘পারফেক্ট’ করে তুলতে পারছে, ততক্ষণ চলতে থাকবে।”

অনুষ্ঠানের এই ঝলক প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে দর্শকের মধ্যে। বেঙ্গালুরু-নিবাসী গৌরী বর্তমানে মুম্বইয়ে রয়েছেন। আমির ও গৌরী একত্রবাস করছেন প্রায় এক বছর। ৬১ বছরে পা রেখে কি আমির ফের বিয়ে করবেন? সেই প্রশ্নও উঠেছে একাধিক বার। আমির যদিও জানিয়েছিলেন, তিনি বিয়ে নিয়ে এখনও ধন্দে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement