Salman khan on Arijit Singh

‘ভুল হয়েছিল আমার দিক থেকেই’, অরিজিতের কাছে কি ক্ষমা চাইলেন সলমন?

অরিজিতের সঙ্গে তাঁর নাকি ভুল বোঝাবুঝি হয়েছিল। প্রকাশ্যে কি নিজের দোষ স্বীকার করলেন সলমন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১১:১৭
Share:

অরিজিৎকে নিয়ে কী বললেন সলমন? ছবি: সংগৃহীত।

অরিজিৎ সিংহের সঙ্গে সলমন খানের বচসা বলিউডের সকলেরই জানা। এ বার সেই বচসা নিয়ে মুখ খুললেন সলমন খান। ‘বিগ বস্‌ ১৯’-এর মঞ্চে খোলাখুলি কথা বলেছেন ভাইজান। শুধুই কি ভুল বোঝাবুঝি হয়েছিল তাঁদের?

Advertisement

‘বিগ বস্‌ ১৯’-এর সপ্তাহান্তে উপস্থিত ছিলেন কৌতুকশিল্পী রবি গুপ্তা। তিনি এসেই সলমনকে বলেন, “আমার আপনার সামনে আসতে ভয় করছিল।” ভাইজান অবাক হয়ে কারণ জানতে চান। তখন রবি জানান, তাঁর মুখের সঙ্গে অরিজিৎ সিংহের মিল রয়েছে, তাই তিনি সলমনের সামনে আসতে ভয় পাচ্ছিলেন। এই শুনে প্রথমে সলমন হাসেন। তার পরে জানান, অরিজিৎ আসলে তাঁর খুব ভাল বন্ধু।

ভাইজান বলেন, “অরিজিৎ ও আমি দু’জনই খুব ভাল বন্ধু। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। আর সেই ভুল বোঝাবুঝিটা আমার দিক থেকেই হয়েছিল।”

Advertisement

ঠিক কী ঘটেছিল সলমন ও অরিজিতের মধ্যে? ২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকদের মধ্যে ছিলেন সলমন। খুবই সাদামাঠা পোশাকে নিজের পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ। তাঁকে দেখে সলমন মন্তব্য করেন, “ঘুমোচ্ছিলে নাকি?” অরিজিৎ কিছুটা হকচকিয়ে গিয়ে উত্তর দিয়েছিলেন, “আরে আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।” দর্শক হেসে উঠেছিলেন এই মন্তব্যে। কিন্তু ভাল ভাবে নেননি সলমন। এই ঘটনার পরেই নাকি সলমন তাঁর ছবি ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘সুলতান’ থেকে অরিজিতের গান বাদ দিয়ে দিয়েছিলেন। বিশেষ করে ‘সুলতান’ ছবির ‘জগ ঘুমেয়া’ গানটি আসলে গেয়েছিলেন অরিজিৎ। পরে সেটি গান রাহত ফতেহ আলি খান।

২০১৬ সালে সমাজমাধ্যমে প্রকাশ্যে সলমনের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। জানিয়েছিলেন, তিনি কখনওই সলমনকে অপমান করতে চাননি। ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র। তাই প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement