Salman Khan Marriage Row

‘বার বার ভুল করা অভ্যাস করে ফেলেছ, এই তো তোমার চরিত্র!’ কার বকুনিতে হুঁশ ফিরল সলমনের?

হুঁশ ফিরল, তবে যেন বড় দেরিতে! আগেই নিজেকে চিনলে এত দিনে ব্যক্তিগত জীবনে থিতু হতে পারতেন ‘ভাইজান’?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৬:২৮
Share:

যত দোষ সলমন খানের? ছবি: ইনস্টাগ্রাম।

বাবা যে তাঁকে এই প্রথম বকলেন, তা নয়! বরং ঘুরেফিরে অনেক বারই বকুনি খেয়েছেন তিনি। কিন্তু সজাগ হননি। শনিবারের বকুনি বুঝি চামড়া ভেদ করে সলমন খানের বক্ষ মাঝে বিঁধেছে? এ দিন চিত্রনাট্যকার বাবা সেলিম খানের বকুনি সর্ব সমক্ষে তুলে ধরে ‘ভাইজান’-এর আফসোস, “হায়... যদি আগে বুঝতাম!”

Advertisement

রবিবার সকালে সলমনের একটি বার্তা ভাইরাল। সেলিম বড় ছেলেকে শাসন করে বলেছেন, “একটা সময়ের পর বর্তমান অতীত হয়ে যায়। অতীত ভবিষ্যতকে ধরে রাখে। বর্তমান যে কোনও মানুষের জীবনে দামি উপহার। তুমি যদি তার সদ্ব্যবহার করো, তা হলে সঠিক জীবন পাবে।” কিন্তু সেটা যে সলমনের দ্বারা হওয়ার নয়, সে কথাও বর্ষীয়ান চিত্রনাট্যকার জানেন। তাই সরাসরি দুষেছেন নিজের সন্তানকে। বলেছেন, “বার বার ভুল করা তোমার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এটাই তোমার চরিত্র। এর জন্য কাউকে দোষ দিও না!”

সেলিম এ-ও জানান, কেউ না চাইলে কাউকে দিয়ে কোনও ভুল বা অন্যায় করাতে পারে না। বাবার বকুনি শুনেই সলমনের উপলব্ধি, আগে যদি নিজের ভুল বুঝতে পারতেন। তার পরেই স্বভাবসুলভ ভঙ্গিতে নিজেকে সান্ত্বনা দিয়েছেন, এখনও সময় আছে। এমন কিছু দেরি হয়ে যায়নি।

Advertisement

প্রায় প্রতি দিন হুমকিবার্তা পান সলমন। প্রতি মুহূর্তে মৃত্যুভয় তাড়া করে ফেরে তাঁকে। তার উপরে একাকিত্ব বোধ। বলিউড খেয়াল করেছে, ক্যাটরিনা কইফের পর সেই অর্থে প্রযোজক-অভিনেতার কোনও ‘বান্ধবী’ নেই! বরং সলমনের প্রত্যেক প্রেমিকা বা বান্ধবী ঘরে-বরে থিতু। ৫৯-এ এসে এই ভুল পদক্ষেপ নিয়েও কি অপরাধ বোধে ভুগছেন তিনি? তাই এই আক্ষেপ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement