Celebrity Gossip

২৩ বছরের দাম্পত্য ভাঙনের পথে? আনন্দবাজার অনলাইনকে কী জানালেন বিরক্ত সম্রাট-ময়না

সম্রাট-ময়নার ২৩ বছরের বিবাহিত জীবন কি ভাঙনের পথে? টলিউডে তেমনই গুঞ্জন। আনন্দবাজার অনলাইনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললেন অভিনেতা দম্পতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৫
Share:

সম্রাট-ময়না মুখোপাধ্যায়ের বিয়ে ভাঙছে? ছবি: ফেসবুক।

শনিবার ফের বিচ্ছেদের খবরে দিন শুরু টলিপাড়ায়। গুঞ্জন, ২৩ বছরের বিবাহিত সম্পর্ক নাকি ভাঙছেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়-ময়না মুখোপাধ্যায়। সম্রাট এই মুহূর্তে সান বাংলার ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করছেন। বিপরীতে কথা চক্রবর্তী। টলিপাড়ায় এ-ও রটেছে, কথার সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছেন অভিনেতা। যার জেরে বিয়ে ভেঙে দাম্পত্য থেকে বেরোতে চাইছেন ময়না!

Advertisement

ঘটনার শুরু চলতি বছরের সরস্বতী পুজোর দিনে। সম্রাট অভিনয়ের পাশাপাশি অভিনয়ের প্রশিক্ষণ দেন। প্রতি বছর সেখানে ধুমধাম করে পুজো হয়। এ বছর হয়নি। কারণ, গত মে মাসে সম্রাট তাঁর বাবাকে হারিয়েছেন। তাঁদের কালাশৌচ চলছে। এ দিন সম্রাট তাঁর অভিনয় শেখানোর স্কুলে গিয়েছিলেন। ময়নার দেখা মেলেনি। অভিনেতা জানান, তাঁর স্ত্রী অসুস্থ। আসতে পারবেন না। সে খবর শুনে সমাজমাধ্যমে অনেকে ময়নার কাছে শারীরিক অবস্থার কথা জানতে চান। অভিনেত্রী সমাজমাধ্যমে লেখেন, “কে বলেছে আমি অসুস্থ? আমার সম্পর্কে এ রকম ভুয়ো খবর ছড়াচ্ছে কে?” জনৈক অনুরাগী পাল্টা সেখানেই লেখেন, সম্রাট জানিয়েছেন। সেটা জেনে ময়না বিস্ময় লুকোতে পারেননি! রটনায় যেন ঘৃতাহুতি পড়ে।

সত্যিই কি এ রকম কিছু ঘটেছে? শনিবার গুঞ্জনের তীব্রতা বাড়তে থাকায় আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল সম্রাট-ময়নার সঙ্গে। দু’জনেই জানালেন, বিষয়টি নিয়ে তাঁরা বিরক্ত। দাবি, “২৩ বছর ধরে সুখে ঘরকন্না করছি। মানুষের সেটা বোধহয় ভাল লাগছে না। সেই কারণে ভুল খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাতে আমরা মানসিক দিক থেকে ভেঙে পড়ি।” সম্রাট আরও বলেছেন, “মনে হচ্ছে, আমার খুব পরিচিত কেউই এই গুঞ্জন ছড়িয়েছেন। যা একেবারেই আশা করতে পারিনি।” পাশাপাশি, তিনি যমজ ছেলেদের নিয়েও দুশ্চিন্তায় ভুগছেন। বলেছেন, “ওরা স্কুলে যাচ্ছে। তার মধ্যে বাজে রটনা। ওদের না ভুগতে হয়।”

Advertisement

যথেষ্ট পরিণতবয়স্ক হওয়ার পরেও সম্রাট নায়কের ভূমিকায়। চরিত্র বাছেন একটু অন্য ধরনের। সদ্য গাড়ি দুর্ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। সেই পর্ব মিটতেই নতুন সমস্যা।

“একদম ঠিক বলেছেন। এত বছর ধরে সম্রাট কাজ করছে। বরাবর নায়কের চরিত্রে। বিপরীতে নায়িকারাই তো ছিলেন! এত দিন কোনও গুঞ্জন শুনলাম না। হঠাৎ করে বয়সে অনেক ছোট নায়িকার সঙ্গে জড়িয়ে পড়ল! এটা বিশ্বাস করতে হবে!” বললেন ময়না। সরস্বতী পুজোয় সম্রাটের স্কুলে যোগ না দেওয়া প্রসঙ্গে তাঁর দাবি, “এ বছর কালাশৌচ। সম্রাটের স্কুলে পুজো হয়নি। কিন্তু ছেলেদের স্কুলে হয়েছে। ওদের তাই ওখানে নিয়ে গিয়েছিলাম। তা ছাড়া, সত্যিই শরীর খারাপ লাগছিল। সব মিলিয়ে আর যাওয়া হয়নি।” ময়না এ-ও জানিয়েছেন, তাঁর শরীর খারাপের খবর জেনে ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে আরম্ভ করেন। তাঁদের থামাতেই শেষে পুরোটা নাকি অস্বীকার করেন তিনি।

পাল্টা অভিযোগ অভিনেত্রীরও, আজকের দিনে কোনও পরিবার ভাল থাকলে মনে হয় লোকের চোখে বেঁধে। জীবনে অশান্তি ডেকে আনতে তখন তারা যা খুশি গুঞ্জন ছড়াতে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement