Celebrity Controversy

কন্যা সঞ্জয়কে ‘কাকা’ ডাকছে! ‘রিচা তখন কী করছিল?’ মৃতা স্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিনেতা

“আমি ভীষণ রেগে গিয়েছিলাম এবং এই বিষয়ে জবাবদিহি চেয়েছিলাম রিচার কাছে”, এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৬:৩৯
Share:

বিচ্ছিন্ন দম্পতি সঞ্জয় দত্ত-রিচা শর্মা। ছবি: সংগৃহীত।

সঞ্জয় দত্তের জীবনে অনেক ওঠাপড়া। মা নার্গিস দত্তের ক্যানসারে মৃত্যু, মায়ের অভাবে মাদকে আসক্তি, সেখান থেকে নিজেকে বের করে এনে অভিনয় দুনিয়ায় পা রাখা, বেআইনি অস্ত্র রেখে ন্যায় সংহিতার অস্ত্র আইনে দোষী সাব্যস্ত— অভিনেতার জীবন যেন রুপোলি পর্দাকেও হার মানায়! তার মধ্যেও কি ভাল কিছু ঘটেনি? অভিনেতা জানিয়েছেন, ঘটেছে। অভিনয়ের একেবারে প্রথম পর্বে রিচা শর্মার সঙ্গে গভীর প্রেম, পরবর্তীকালে বিয়ে। তাঁদের এক কন্যা ত্রিশলা।

Advertisement

সঞ্জয়ের দুর্ভাগ্য, সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। ক্যানসারে আক্রান্ত রিচা নিউ ইয়র্কে তাঁর মা-বাবার কাছে বেশি থাকতেন। অভিনেতা মুম্বইয়ে। একটা সময়ের পর এই দূরত্ব তাঁর মেয়ের মন থেকে বাবাকে প্রায় মুছ ফেলতে বসেছিল! সঞ্জয়কে ‘কাকা’ সম্বোধন করেছিল তাঁর শিশুকন্যা। এই সম্বোধন সঞ্জয়কে যে কতটা আঘাত দিয়েছিল তার প্রমাণ মেলে অভিনেতার এক পুরনো সাক্ষাৎকারে।

সেই সাক্ষাৎকারে এই ঘটনার জন্য তিনি দায়ী করেছেন মৃতা স্ত্রী রিচাকে। সাক্ষাৎকার দিতে দিতে প্রশ্ন তুলেছেন, “কম দেখা-সাক্ষাতের ফলে, বাবাকে মেয়ে ভুলে যাচ্ছে। তখন তো মায়ের উচিত, বাবার কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া! সন্তানের মনে বাবার স্মৃতি জাগিয়ে রাখা। রিচা কি সেটা করেছে?” এই ঘটনায় কি আরও তিক্ত হয়ে ওঠে সঞ্জয়-রিচার সম্পর্ক? জানা নেই, তবে তিনি যে রিচার আচরণে প্রচণ্ড বিরক্তি হয়েছিলেন, সেই মনোভাব গোপন রাখেননি।

Advertisement

এক শুটিংয়ের সেটে রিচা-সঞ্জয়ের প্রেমের শুরু। সেই প্রেম দ্রুত পরিণতি পায়। রিচার মা-বাবা বরাবর মার্কিন মুলুকের বাসিন্দা। তাঁদের রাজি করিয়ে তিনি বিয়ে করেন সুনীল-নার্গিস দত্তের ছেলেকে। প্রথম কয়েকটি বছর খুব সুখেই কেটেছিল। বিপত্তি তার পরেই। হঠাৎ রিচার মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার কারণে মেয়েকে নিয়ে তিনি মা-বাবার কাছে চলে যান। এ দিকে, অভিনয় সামলে নিয়মিত নিউ ইয়র্কে যাতায়াত করা সম্ভব ছিল না সঞ্জয়ের পক্ষে। এই সময় তাঁর জীবনে আসেন মাধুরী দীক্ষিত। সঞ্জয়-মাধুরীর রোম্যান্সের খবর পৌঁছোয় রিচার কানে। সম্পর্কের সুতো আলগা হতে থাকে আরও। দাম্পত্য না থাকলেও কখনও আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি সঞ্জয়-রিচা।

বিপদের তখনও বাকি। এর পরেই বেআইনি অস্ত্র রাখার অপরাধে কারাগারের অন্তরালে অভিনেতা। সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। মুক্তি পাওয়ার পর স্ত্রীর কাছে গিয়ে দেখেন ত্রিশলা তাঁকে ভুলে গিয়েছে! ‘কাকা’ সম্বোধন করছে। এখানেই শেষ নয়। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়তে থাকা স্ত্রীর সঙ্গে দেখা করে মেয়ের কথা তুললে সঞ্জয়ের শ্বশুর-শাশুড়ি জানান, ত্রিশলাকে তাঁরা দেখাশোনা করবেন। এই সিদ্ধান্তও ধাক্কা দিয়েছিল অভিনেতাকে। তাঁর প্রথম দাম্পত্য শেষ হয় রিচার মৃত্যু পরোয়ানায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement