কেন খুশি নন শন? —ফাইল চিত্র।
‘দ্য রেসিডেন্ট’, পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি। আদ্যোপান্ত রহস্য, রোমাঞ্চ, ভৌতিক কর্মকাণ্ডে মোড়া এই ছবির মুখ্য চরিত্রে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। এর আগে তাঁকে একাধিক ধারাবাহিকে দেখেছে দর্শক। মাঝে বেশ কিছু সিরিজ়েও অভিনয় করেছেন। কিন্তু ‘এখানে আকাশ নীল’-এর পরে কেন সে ভাবে শনকে দেখা যাচ্ছে না?
পর পর কাজ করলেও তেমন উল্লেখ্যযোগ্য কাজ করেননি, এ কথা অকপটে স্বীকার করে নিলেন অভিনেতা। যদিও রিঙ্গোর সঙ্গে কাজ করলে তাঁর অনুভূতি অন্যরকম হয়। শন বলেন, “অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছি। কিন্তু রিঙ্গোদা যে ভাবে বোঝান, অভিনেতার থেকে কী চাইছেন তা ওঁর কথায় স্পষ্ট হয়ে যায়। তাই রিঙ্গোদার সঙ্গে কাজ করতে ভাল লাগে আমার।” তবে এক বছরে যে ধরনের কাজ তিনি করেছেন, তাতে অভিনেতা নিজেই খুশি নন।
‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের সময়ে শন বলতে পাগল ছিলেন অনেকে। সমাজমাধ্যম জুড়ে শুধুই তাঁর ছবির কোলাজ দেখা যেত। শেষ তাঁকে ‘রোশনাই’ ধারাবাহিকে দেখা গিয়েছে। কিন্তু নায়ক শনের সেই ‘ম্যাজিক’ যেন উধাও। এ প্রসঙ্গে অভিনেতা বললেন, “আমি নিজেই খুশি নই কাজ নিয়ে। এক বছরে আমি কোনও ভাল কাজ করিনি। চিত্রনাট্য বাছাইয়ে আমারই কোথাও ভুল হয়েছে বলে মনে হয়। ‘এখানে আকাশ নীল’-এর সময় আমি নিজের কাজ নিয়ে খুশি ছিলাম। তাই এখন আরও বুঝেশুনে চরিত্র বাছাই করতে চাই। তাই সমাজমাধ্যম, সাংবাদিক, অনুরাগীদের থেকে এখন দূরে আছি।”
আগামী দিনে কি নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে? তা এখনই খোলসা করলেন না শন। সবটাই নাকি ক্রমশ প্রকাশ্য।