কেন বিরক্ত অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
সমাজমাধ্যমে নানা কারণে নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হতে হয় অভিনেতাদের। কেউ এ বিষয়ে কখনও মুখ খোলেন, কেউ কেউ এড়িয়ে যান। কিন্তু চুপ থাকতে পারলেন না শন বন্দ্যোপাধ্যায়। ঠগ, বিশ্বাসঘাতক বলে একের পর এক তোপ অভিনেতাকে। নেতিবাচক মন্তব্যের ভিড় সমাজমাধ্যম জুড়ে। আর সহ্য করতে পারলেন না অভিনেতা। বাধ্য হলেন ফেসবুকে লিখতে।
কিছু দিন আগে বারাণসী, বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলেন শন। সেখান থেকে অনেক ধরনের ছবি এবং ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তিনি। প্রিয় নায়ককে এক দিকে যেমন প্রশংসায় ভরিয়েছে তাঁর অনুরাগীরা, অন্য দিকে আবার কয়েক জনের মন্তব্যে রীতিমতো অবাক শনের কিছু ভক্ত।
ফেসবুকে বিরক্তি উগরে দিলেন শন বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
এক জন মন্তব্য করেন, “আপনার জন্য এক মডেল তাঁর আট বছরের সম্পর্ক ভেঙে দিয়েছে। একত্রবাসে থাকতেন তাঁরা। আর আপনিও সব জেনে কী করে ওই সম্পর্কে জড়ালেন? কর্মফল সবাইকে পেতে হয়। আপনারা কখনও সুখী হবেন না।” এই মন্তব্য পড়ার পরেই নিজের মেজাজ ঠিক রাখতে পারলেন না অভিনেতা। উগরে দিলেন বিরক্তি।
অভিনেতা লিখেছেন, “অতিরিক্ত ভাল হওয়াও সব সময় ঠিক নয়। এটাই উপলব্ধি করলাম আজ। কখনও কারও সঙ্গে খারাপ ব্যবহার করিনি। কিন্তু বুঝলাম বেশি ভাল হলে মানুষ ভুলে যায় কার সীমা কতটা।” বিরক্তির পাশাপাশি অনুরাগীদের প্রতি নিজের কৃতজ্ঞতাও জানিয়েছেন।