Sidharth Malhotra & Kiara Advani

ন্যাপি বদলাতে গিয়ে সাংঘাতিক কাণ্ড! বাবা হওয়ার পরে কতটা বদলে গিয়েছেন সিদ্ধার্থ?

এক দিকে চলছে আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র প্রচার। কিন্তু ছবির প্রচার করে বাড়ি ফিরেও ‘শান্তি’ নেই সিদ্ধার্থ মলহোত্রের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ২১:০৯
Share:

বাবা হওয়ার পরে সিদ্ধার্থ হিমশিম খাচ্ছেন। ছবি: সংগৃহীত।

সন্তান হওয়ার পরে বদলে গিয়েছে জীবন। এক দিকে চলছে আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র প্রচার। কিন্তু ছবির প্রচার করে বাড়ি ফিরেও ‘শান্তি’ নেই সিদ্ধার্থ মলহোত্রের। দুই চোখের পাতা নাকি এক করতে পারছেন না সিদ্ধার্থ।

Advertisement

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে এসেছিলেন নতুন বাবা। সেখানে এসেই বাবা হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। সিদ্ধার্থ বলেছেন, “আমার প্রতি দিনের কাজের সূচি পুরো বদলে গিয়েছে। এই সকাল সকাল বাড়ি থেকেই আসছি। খাওয়াদাওয়া থেকে ঘুমের ধরন— সব তছনছ হয়ে গিয়েছে। আজকাল অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে। কিন্তু এই জেগে থাকার অভিজ্ঞতা অন্য রকম। ভোর তিনটে-চারটের সময়ে খাওয়াদাওয়ার পর্ব চলছে।”

সিদ্ধার্থ আরও বলেন, “আমি এক সহ-অভিনেতার মতো অবস্থায় রয়েছি বাড়িতে। যা যা ঘটছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি।” সন্তানের ন্যাপিও বদলাচ্ছেন অভিনেতা? হাসতে হাসতে তিনি বলেন, “হ্যাঁ, ন্যাপিও বদলাচ্ছি। ন্যাপি না পরালে যে ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারে, সেই অভিজ্ঞতাও হয়েছে আমার।”

Advertisement

১২ জুলাই মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিয়ারা। তার পর থেকে অনুরাগীদের নজর ছিল সমাজমাধ্যমে। ১৫ জুলাই প্রকাশ্যে আসে, কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ। ১৬ জুলাই তারকাদম্পতি নিজেরাই সুখবর দেন। সুখবর ভাগ করে নিয়ে লিখেছিলেন, “আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। দয়া করে কোনও ছবি নয়। শুধু আশীর্বাদ করুন।”

উল্লেখ্য, ২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে জুটি বেঁধেছিলেন সিদ ও কিয়ারা। তাঁদের একসঙ্গে দেখেই দর্শক বলেছিল, ‘এ যেন রাজযোটক’! এর পরে বাস্তবেও তাঁরা জুটি বাঁধেন। তিন বছর সম্পর্কে থাকার পরে ২০২৩ সালে বিয়ে করেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement