বিচ্ছিন্ন রোজা আহমেদ-তাহসান। ছবি: ফেসবুক।
বছর ঘুরতেই বিচ্ছেদের সুর। বিয়ে ভাঙছে বাংলাদেশের অভিনেতা তাহসান রহমান খান-রোজা আহমেদের। খবর, অভিনেতা-গায়কের দ্বিতীয় বিয়ে ভাঙছে। আনন্দবাজার ডট কম তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি খবরের সত্যতায় সিলমোহর দেন।
২০২৫-এর ৪ জানুয়ারি দ্বিতীয় বিবাহের কারণে খবরের শিরোনাম তাহসান। তাঁর পছন্দের পাত্রী রোজা পেশায় রূপসজ্জাশিল্পী। চার হাত এক হওয়ার সময়েও ঘুণাক্ষরে কেউ টের পাননি, এক বছরের মাথায় অভিনেতা-গায়কের দ্বিতীয় বিয়েও ভাঙবে। প্রসঙ্গত, তাহসানের প্রথম স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের ১১ বছর পরে বিচ্ছেদ হয় তাঁদের। তাহসান-মিথিলার একমাত্র কন্যা আরিয়া তহরীম খান। মিথিলাও দ্বিতীয় বিয়ে করেছেন ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে।
তাহসান-রোজার বিয়ের কয়েক মাস পর থেকেই বিচ্ছেদের গুঞ্জন বাতাসে ভাসতে থাকে। কখনও নবদম্পতি তা হেসে উড়িয়ে দিয়েছেন। কখনও কুলুপ এঁটেছিলেন মুখে। খবর, প্রথম বিবাহবার্ষিকীতে সেই গুঞ্জন জোরালো আকার নেয়। তখনও তাহসান বা রোজা কোনও বক্তব্য জানাননি। ঠিক ছ’দিনের মাথায় অভিনেতা-গায়ক প্রথম মুখ খোলেন বাংলাদেশের সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’-এর কাছে। পরে একই কথা বলেন আনন্দবাজার ডট কম-কেও। তাহসানের বক্তব্য, “ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি কখনও। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়ো খবর ছড়িয়েছে। আমার চোখে পড়েছে সে খবর। তাই জানাচ্ছি, আমরা এখন একসঙ্গে থাকছি না।”
প্রসঙ্গত, গত জুলাই মাস থেকেই নাকি আলাদা থাকছেন তাহসান-রোজা।
অভিনেতা-গায়ক এক বার্তায় জানিয়েছেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলার মতো অবস্থায় নেই। আপাতত এর বেশি কিছু বলার নেই তাঁর। শীঘ্রই আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘোষণা করবেন।
উল্লেখ্য, গত বছর মাত্র চার মাসের আলাপে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ‘ব্রাইডাল মেকআপ আর্টিস্ট’ হিসাবে পরিচিত। নিয়মিত কাজ করছেন দুই দেশেই।পাশাপাশি, নিউ ইয়র্কে তাঁর নিজস্ব একটি রূপসজ্জাশিল্পের প্রতিষ্ঠান রয়েছে। অন্য দিকে, দাম্পত্য স্থায়ী করতে অভিনয়, গান, মঞ্চজীবন এমনকি সমাজমাধ্যমেও নিষ্ক্রিয় তাহসান! তিনি এর আগে একাধিক বার একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিবারকে সময় দিতে চান। পরিপূর্ণ দাম্পত্য জীবনের স্বাদ পেতে চান তিনি।