tollywood

বাজল সানাই

বিয়ে ও রিসেপশনের পোশাক তৈরি করছেন ডিজ়াইনার অভিষেক রায়। ত্বরিতার পছন্দের চিংড়ি মালাইকারি ও বাহারি মাটন থাকছে বিয়ের মেনুতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০০:০২
Share:

ত্বরিতা-সৌরভ

তরুণকুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় নাচের স্টেপ শিখছেন হবু বউ ত্বরিতা চট্টোপাধ্যায়ের কাছে। ‘করুণাময়ী রাণী রাসমণি’-র সারদাময়ীর মা অর্থাৎ ত্বরিতার নাচের স্টেপে মুগ্ধ সৌরভ। আগামী ১৫ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়তে চলছেন ত্বরিতা ও সৌরভ। ১৩ জানুয়ারি সঙ্গীতের অনুষ্ঠান। তাই কয়েক দিন ধরে তারই মহড়া চলছে। সৌরভের কথায়, ‘‘ত্বরিতা ভাল নাচে, আমি নাচতে পারি না। হাতে সময় কম, এখনও সঙ্গীতের পুরো থিম তৈরি নয়।’’ তবে বেস্টফ্রেন্ডের সঙ্গীতে বিশেষ পারফরম্যান্স করবেন বলে তৈরি হচ্ছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ত্বরিতার কথায়, ‘‘বাঙালি মতে বিয়ের অনুষ্ঠান হবে। বাবা-মায়ের বিয়েতে বিসমিল্লা খান সানাই বাজিয়েছিলেন। আমাদের বিয়েতেও নামী কোনও শিল্পীকে এনে নহবত সাজানোর পরিকল্পনা করছি।’’ বিয়ের আগের দিন মেহেন্দি। বিয়ে ও রিসেপশনের পোশাক তৈরি করছেন ডিজ়াইনার অভিষেক রায়। ত্বরিতার পছন্দের চিংড়ি মালাইকারি ও বাহারি মাটন থাকছে বিয়ের মেনুতে। বাঙালি পদের লাইভ কাউন্টারও থাকবে। রিসেপশনে তন্দুরি ও বাঙালি ফিউশন পদ রাখার ইচ্ছে সৌরভের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement