Television Celebrity Marriage

ভাত কাপড়ের দায়িত্ব নিয়েই রুবেলের শ্বেতাকে প্রণাম, বৌভাতে কেমন সাজবেন অভিনেত্রী?

শ্বেতার দিদি তনুশ্রী জানিয়েছেন, বৌভাতে মেয়ের বাড়ির সাজে আধুনিকতা থাকবে। বিয়ের দিনের মতো সনাতনী সজ্জায় সাজবেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৬:৩০
Share:

রুবেল দাস-শ্বেতা ভট্টাচার্যের ভাত-কাপড়ের অনুষ্ঠান। ছবি: ইনস্টাগ্রাম।

রবিবার বিয়ে, মঙ্গলবার প্রীতিভোজের আয়োজন। সকাল থেকে নানা আচার অনুষ্ঠানে ব্যস্ত শ্বেতা ভট্টাচার্য, রুবেল দাস। এ দিন দুপুরে বৌ ভাতের অনুষ্ঠান পালিত হল রুবেলের বাড়িতে। ফিরোজা নীল শাড়িতে সোনালি জরির জারদৌসি কাজ। সোনার গয়নায় মুক্তোর ঝালর। শ্বেতাকে পর্দার মতোই সুন্দর দেখিয়েছে। লাল সুতোর সূক্ষ্ম কাজ করা পাঞ্জাবি-ধুতি পরেছিলেন রুবেল। থরে থরে সাজানো মাছের মুড়ো, মাংস, পঞ্চব্যঞ্জন, দই, মিষ্টি। সব পদ অল্প করে নতুন বৌকে খাইয়ে দেন অভিনেতা। তার পরেই স্ত্রীকে প্রণাম! মাথায় ঘোমটা দিয়ে শ্বেতাও প্রণাম করেন রুবেলকে।

Advertisement

বিয়েতে সনাতনী লাল বেনারসিতে সেজেছিলেন শ্বেতা। বৌভাতে কী পরবেন?

জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল শ্বেতার অভিনেত্রীর দিদি তনুশ্রী ভট্টাচার্যকে। তিনি জানিয়েছেন, সম্ভবত লেহেঙ্গা পরবেন তাঁর বোন। ভগ্নিপতির সাজ নিয়ে কিছুই জানেন না তিনি। এ দিন বরের বাড়িতে কনের বাড়ির সদস্যরা আমন্ত্রিত। তনুশ্রীর কথায়, “বিয়ের দিন সনাতনী সাজে সেজেছিলাম আমরা। এ দিন পাশ্চাত্য সাজে সাজব। আমি আর আমার পরিচালক স্বামী শমীক বসুর পছন্দের রং কালো। বিয়ের মতো আমরা এ দিনেও এক রঙের পোশাক পরব।”

Advertisement

বরের বাড়ির রীতি মেনে সোমবার সকালে শ্বশুরবাড়ি পৌঁছে যান শ্বেতা। চেনা বাড়ি, আপন জনদের ছেড়ে যেতে স্বাভাবিক ভাবেই চোখ ভিজেছে তাঁর। পরিবারের বাকিদেরও। তনুশ্রী জানিয়েছেন, মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রীর মা। শ্বেতা ভাল আছেন জেনে নিজেকে সামলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement