Srijit Mukherji

১২ বছর পর সাধপূরণ! সৃজিতের নতুন ছবিতে তথাগত, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

২০১৪ সালে ভেবেছিলেন সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন। ১২ বছর পরে পরিচালকের ছবিতে দেখা যাবে তথাগত মুখোপাধ্যায়কে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯
Share:

সৃজিতের নতুন ছবিতে কোন চরিত্রে দেখা যাবে তথাগতকে? ছবি: সংগৃহীত।

১২ বছর আগে এক রকম পরিকল্পনা করেছিলেন অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ২০১৪-এর ভাবনা ২০২৬-এ কিছুটা হলেও বাস্তবায়িত হতে চলেছে তাঁর। কী ভাবে? এক যুগ আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে ছবি তৈরি করবেন বলে ভেবেছিলেন তথাগত। এত বছর পরে অবশেষে একসঙ্গে কাজ করছেন তাঁরা। তবে তথাগত এখানে অভিনেতা। সৃজিতের কোন ছবিতে কাজ করছেন তিনি?

Advertisement

তথাগত জানিয়েছেন, সৃজিত পরিচালিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই ‘লুক সেট’ হয়ে গিয়েছে। তবে চরিত্রের বিষয়ে বিস্তারিত এখনই কিছু জানাতে নারাজ তথাগত। অভিনেতা বললেন, “১২ বছর আগে, সৃজিতদার তখন ‘২২শে শ্রাবণ’ ছবিটি মুক্তি পেয়েছে। তখন ভেবেছিলাম একটি ছবি তৈরি করব। অভিনেতা হিসাবে চেয়েছিলাম সৃজিতদাকে। দেবলীনা (দত্ত) আলাপ করিয়ে দিয়েছিল। সে সময় কথাবার্তাও হয়েছিল। কিন্তু নানা কারণে কাজটা করা হয়নি। অবশেষে ১২ বছর পরে একসঙ্গে কাজ করছি আমরা। এখানে অবশ্য পরিচালক সৃজিতদা। অভিনয় করছি আমি।”

সৃজিতের নতুন ছবি নিয়ে ইতিমধ্যে আলোচনা তুঙ্গে। ‘নন্দী মুভিজ়’ প্রযোজিত এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। ছবির ‘লুক সেট’ হয়ে গিয়েছে। জানুয়ারি থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। এই ছবিতে পরিচালনার পাশাপাশি সঙ্গীত পরিচালক হিসাবেও সৃজিতকে পাবে দর্শক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement