Jasmine Roy

নতুন বছরে প্রেমিকের ছবি প্রকাশ্যে আনলেন জ্যাসমিন, কোন পেশার সঙ্গে যুক্ত নায়িকার মনের মানুষ?

২০২৫ থেকেই সম্পর্কে রয়েছেন জ্যাসমিন রায়। অভিনেত্রী যে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে চান, তা নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৭:২০
Share:

প্রেমজীবন নিয়ে কী বললেন জ্যাসমিন রায়? ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে ছোটপর্দায় তিনি দাপুটে খলনায়িকা। তবে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর ব্যক্তিগত জীবন। নতুন বছরে মনের মানুষের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী জ্যাসমিন রায়। তার পর থেকেই নানা প্রশ্নের সম্মুখীন তিনি। ছবি দেখে সবাই বুঝতেই পেরেছেন, অভিনয়জগতের সঙ্গে নায়িকার প্রেমিকের কোনও সম্পর্ক নেই। কী ভাবে আলাপ হল তাঁদের?

Advertisement

২০২৫ থেকেই সম্পর্কে রয়েছেন জ্যাসমিন। অভিনেত্রী যে তাঁর ব্যক্তিজীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে চান, তা নয়। প্রেমিক সম্পর্কে অভিনেত্রী বললেন, “নাম এখনই খোলসা করতে চাই না। আমাদের প্রায় এক বছরের সম্পর্ক। একটা পার্টিতে আলাপ হয়েছিল ওর সঙ্গে। প্রকাশ্যে খুব বেশি কথা বলতে চাই না। ও এই বিষয়ে খুব স্বচ্ছন্দ্য নয়।” জ্যাসমিনের প্রেমিক পেশায় রন্ধনশিল্পী। অভিনেত্রী জানিয়েছেন, এখনই তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই।

উল্লেখ্য, ‘রূপমতী’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। একটানা খলনায়িকার চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেছিলেন, “ভাল মানুষ তো সবসময়েই ভাল থাকে, যে কোনও পরিস্থিতিতে। সেখানে নেতিবাচক চরিত্রের স্বাদ ভিন্ন ধরনের হয়। কখনও আবার মনে হয় চরিত্রগুলো ভাল হয়ে গিয়েছে।” যদিও এই মুহূর্তে জ্যাসমিনের প্রেম এবং প্রেমিককে নিয়েই দর্শকের মনে বেশি প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement