Actors Manasi Parekh

পর্দার ‘স্টান্ট’ ব্যস্ত রাস্তায়! বাইকে কেরামতি দেখাতে গিয়ে ফাঁসলেন কোন দুই বলিউড অভিনেতা?

খবর, ছবির প্রচারের উদ্দেশ্যেই নাকি পুরো বিষয়টি ঘটানো হয়েছিল। বড় কিছু বিপদ ঘটলে দায় কে নিতেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৩:২৯
Share:

পর্দার ‘স্টান্ট’ কি রাস্তায় দেখানো যায়? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ছবিমুক্তির আগের দিন আইনি গেরোয় ফাঁসলেন টীকু তলসানিয়া, মানসী পারেখ! খবর, ব্যস্ত রাস্তায় চলন্ত বাইকে পর্দার মতো ‘স্টান্ট’ দেখাতে গিয়ে এই বিপত্তি। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন দুই অভিনেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে।

Advertisement

ইদানীং, নামঘোষণা থেকেই ছবির প্রচার শুরু। ছবির মুক্তির পরেও প্রচারে বিরাম নেই। সেই রীতি মেনে আসন্ন গুজরাতি ছবি ‘মিসরী’র প্রচার করছিলেন ছবির প্রযোজক। ছবিটি ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে। খবর, তার আগের রাতে অহমদাবাদের ব্যস্ত রাস্তায় চলন্ত বাইকে পৃথক ভাবে ‘স্টান্ট’ দেখান টীকু আর মানসী। একটি চলন্ত বাইকের পিছনের আসনে ছিলেন মানসী। হঠাৎ উঠে দাঁড়িয়ে দু’পাশে দু’হাত ছড়িয়ে দিয়ে ‘টাইটানিক’ ছবির বিখ্যাত ‘পোজ়’ দেন তিনি। সেই সময় মানসীর মাথায় হেলমেট ছিল না!

অন্য দিকে, টীকু হেলমেট পরা অবস্থায় বাইক চালাতে চালাতে আচমকা উঠে দাঁড়িয়ে পড়েন। ওই অবস্থাতেই বাইক চালাতে থাকেন তিনি! দু’জনের বাইক চলছিল ঝড়ের বেগে।

Advertisement

দুই অভিনেতার কার্যকলাপ ভিডিয়ো আকারে ছড়িয়ে পড়তেই নিন্দায় মুখর নেটাগরিকেরা। অনেকেই তাঁদের এই আচরণকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলেন। ব্যস্ত রাস্তায় ‘স্টান্ট’ দেখানো কতটা ভয়ঙ্কর হতে পারে, সে কথা জানিয়েও ঘটনার সমালোচনা করেছেন অনেকে। ভিডিয়ো ভাইরাল হতেই টনক নড়ে অহমদাবাদ ট্রাফিক পুলিশের। প্রশাসনের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) জানানো হয়েছে, দুই অভিনেতার বিরুদ্ধে বিএনএস ধারা ২৮১ এবং মোটরযান আইন ধারা ১৭৭ এবং ১৮৪-এর অধীনে মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি দুই অভিযুক্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement