সুশান্তের বাড়ি ভাড়া নিয়ে কী বলেন অদা? ছবি: সংগৃহীত।
প্রয়াত সুশান্তের সিংহ রাজপুতের বাড়িটি ভাড়া নিয়ে সমালোচিত হয়েছিলেন অদা শর্মা। এই বাড়িতেই ২০২০ সালের ১৪ জুন ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সুশান্তের। সেই বাড়িটিই ভাড়া নিয়েছিলেন ‘১৯২০: ইভিল রিটার্নস’-এর অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্তের ওই বাড়িটি ভাড়া নিয়ে প্রশ্ন করা হয় অদাকে। কটাক্ষ প্রসঙ্গেও উত্তর দেন তিনি।অদা বলেন, “আমি তো ভেবেছিলাম, ওই বাড়িতে আমি থাকছি, এই খবরে সকলে খুশি হয়েছে। কিন্তু সমাজমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে ছড়িয়ে গেল, আমাকে নাকি সমালোচনা করা হচ্ছে। কিন্তু বহু অনুরাগী এই খবরে আসলে খুশি হয়েছিলেন বলেই আমি জানতাম। মহাদেবের ভক্ত আমি। তাই আমি ওই বাড়িতে আমি থাকব শুনে খুশিই হয়েছিলেন সকলে। কিন্তু সমাজমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করার জন্য খবর ঘুরিয়ে দেওয়া হয়।”
সুশান্তের বাড়ি ভাড়া নিচ্ছেন। কিনছেন না। স্পষ্ট করে এ কথাও বলেছিলেন অদা। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভাড়া করা পোশাক পরি। আমরা যখন অন্য দেশে বেড়াতে যাই, তখন ভাড়া করা গাড়িতে করেই ঘুরে বেড়াই। ছবিতেও তো এমন একজন চরিত্রের ভূমিকায় অভিনয় করি, যে মানুষটা আমি নই। আমার সঙ্গে তার কোনও যোগও নেই। তাই আমার ভাড়া করা নিয়ে কোনও আপত্তি নেই— সেটা বাড়ি হোক বা পোশাক।”
সুশান্ত ছাড়াও ‘দ্য কেরালা স্টোরি’র মতো ছবিতে অভিনয় করে চর্চায় উঠে এসেছিলেন অদা শর্মা। বিতর্কেও জড়িয়েছিলেন তিনি।