Celebrity Birthday

ছেলেদের সঙ্গে গল্প করলেই রাজদার শঙ্কা, ‘প্রেম করছিস?’ জন্মদিনে ফাঁস করলেন অদ্রিজা

“আজ আমি যা, যতটুকু সবটাই পরিচালক রাজ চক্রবর্তীর সৌজন্যে। রাজদা মুম্বই এলে বলি, আমার বস এসেছেন”, বললেন অদ্রিজা রায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫০
Share:

রাজ চক্রবর্তীর জন্মদিনে অদ্রিজা রায়। ছবি: ফেসবুক।

সকাল থেকে তিনি লম্বা শুটিংয়ে ব্যস্ত। কিন্তু ভুলে যাননি, আজ অর্থাৎ শুক্রবার প্রিয় পরিচালকের জন্মদিন। পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীকে নিয়ে একরাশ অনুভূতি ভাগ করে নিলেন অভিনেত্রী অদ্রিজা রায়। শুনল আনন্দবাজার অনলাইন। উচ্ছ্বসিত অভিনেত্রীর দাবি, “বিনোদন দুনিয়ায় খুব কম মানুষ আপন হয়। রাজদা তাঁদের মধ্যে অন্যতম। যেন আমার নিজের দাদা। সারা ক্ষণ আগলে রাখছেন।”

Advertisement

অদ্রিজা এখন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ। দম ফেলার ফুরসত নেই। বললেন, “আমি তখন আরও ছোট। ছেলেদের সঙ্গে আড্ডা দিতে দেখলেই রাজদা শঙ্কিত হয়ে পড়তেন। পরে ডেকে সাবধান করতেন, ‘এই, কারও প্রেমে পড়িস না। তোর তো দুমদাম প্রেমে পড়ার স্বভাব! মন দিয়ে কাজ কর। তুই অনেক দূর এগোবি। প্রেমে পড়ে জীবন নষ্ট করিস না।’” প্রসঙ্গত, রাজের ‘বেদেনি মলুয়ার কথা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় দুনিয়ায় হাতেখড়ি অভিনেত্রীর।

সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি জানালেন, ছোট একটা চরিত্রে নিয়েছিলেন। দ্বিতীয় দিনে বলেছিলেন, “ধারাবাহিক না শুরু করলে তোকেই নায়িকা করতাম। তোর মধ্যে নায়িকা হওয়ার সমস্ত গুণ রয়েছে।” শুধু অদ্রিজার জন্য ধারাবাহিকে খলনায়িকার চরিত্রের গুরুত্ব বাড়িয়ে দিয়েছিলেন রাজ! যাতে মেয়েটিকে ইন্ডাস্ট্রি চিনতে পারে। প্রতিভার সঠিক ব্যবহার হয়। দাদা-বোনের সেই সম্পর্ক আজও অটুট, দাবি অদ্রিজার। রাজ মুম্বই গেলে রাত পর্যন্ত আড্ডা, খাওয়াদাওয়া হবেই। অদ্রিজার কথায়, “আজ আমি যা, যতটুকু সবটাই পরিচালক রাজ চক্রবর্তীর সৌজন্যে। রাজদা মুম্বই এলে বলি, আমার বস এসেছেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement