জন্মদিনে কি মাকে মনে পড়ছে অহনার? ছবি: সংগৃহীত।
অনেক দিন হল মায়ের সঙ্গে সম্পর্ক নেই অভিনেত্রী অহনা দত্তের। প্রেমিক দীপঙ্কর রায়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক একেবারেই মেনে নিতে পারেননি তাঁর মা। এই ঘটনার পরেই মায়ের থেকে আলাদা হয়ে যান অহনা। এখন তিনিও সন্তানসম্ভবা। আর কয়েক মাস পরেই নতুন অতিথি আসবে। সেই প্রস্তুতি তুঙ্গে। সদ্য ননদের বাড়িতে সাধের অনুষ্ঠান পালন করেছেন। ১১ জুন অহনার জন্মদিন। মা হওয়ার আগে এটাই শেষ জন্মদিন তাঁর। ফলে আর একটু বেশি অন্যরকম। কেক কেটে মধ্যরাতেই হল জন্মদিন পালন। ইদানীং নিজের সমাজমাধ্যমের পাতায় খুবই সক্রিয় অহনা। রোজনামচার বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন সমাজমাধ্যমের পাতায়। মা হওয়ার সুখবর শোনানোর পর থেকে তাঁর অতীত নিয়ে আরও বেশি আলোচনা দর্শক মহলে।
জন্মদিনের রাতেও অনেকে মন্তব্য করলেন, “অহনার কি তাঁর মাকে মনে পড়ে না!” আবার এক জন লেখেন, “এই দিনগুলোতেই তো মাকে বেশি করে মনে পড়ার কথা।” যে ভিডিয়োটি অহনা পোস্ট করেছেন, সেখানে স্পষ্ট লেখা, শরীর ভাল না লাগলেও এমন চমক পেয়ে তিনি খুবই খুশি। অন্য দিকে, দীপঙ্করও স্ত্রীয়ের জন্মদিনে একটি বিশেষ পোস্ট করেছেন। তিনি লেখেন, “আমার জীবনে আমি যতটুকু পেয়েছি, সবটাই আমার যোগ্যতার থেকে বেশি। সেটা আরও বেশি করে বুঝেছি, তুমি আমার জীবনে আসার পর। তুমি আমার কাছে ভগবানের পাঠানো সব থেকে সুন্দর উপহার। শুভ জন্মদিন।” নায়িকাও উত্তরে ভালবাসার কথা জানিয়েছেন। মায়ের সঙ্গে টালমাটাল সম্পর্ক নিয়ে কোনও দিনই লুকোছাপা করেননি অহনা। তিনি সব সময়ই জানিয়েছেন, সম্পর্ক যেমনই হোক না কেন, জীবনের এই অধ্যায় তিনি কোনও দিনই মুছে দিতে পারবেন না।