কী ঘটেছে অহনা এবং দীপঙ্করের সঙ্গে? ছবি: সংগৃহীত।
শুটিং থেকে বাড়ি ফেরার পথে বিপত্তিতে অভিনেত্রী অহনা দত্ত। প্রতি দিন নিজের গাড়ি নিয়েই ধারাবাহিকের শুটিং করতে যান অভিনেত্রী। বাড়ি থেকে অনেকটাই দূরে তাঁর স্টুডিয়ো। শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। নরেন্দ্রপুর অঞ্চলের ভিতর দিয়ে ফেরার সময়ে সমস্যায় পড়েন তিনি। সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী দীপঙ্কর রায়। কী ঘটেছে?
স্বামী দীপঙ্কর গাড়ি চালাচ্ছিলেন। পাশে বসেছিলেন অহনা। অভিনেত্রী বলেন, “নরেন্দ্রপুরের ভিতরের এলাকা দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় আচমকাই দাঁড়াতে হয়। কারণ, সামনের গাড়িটা ঘোরাচ্ছিল। আচমকাই আমার নতুন গাড়িতে এসে ধাক্কা। গাড়ির সামনে খানিকটা ঘষা লেগেছে। এটা হওয়ার পরে যখন আমরা সামনের গাড়ির চালককে প্রশ্ন করি, তখন তিনি উল্টে আমাদের সঙ্গে মেজাজ দেখিয়ে কথা বলেন। পরের দিন এসে ক্লাব থেকে টাকা নিয়ে যেতে বলেন। আমরা কি ভিক্ষা করছি নাকি?”
গাড়িতে ধাক্কা লাগলেও অভিনেত্রী বা তাঁর স্বামীর কিছু হয়নি। তাঁরা সুস্থ আছেন। তবে অহনার মনখারাপ। একমাস হল নতুন গাড়ি কিনেছেন। আর তাতেই ধাক্কা লাগায় খুব খারাপ লেগেছে তাঁর। এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের শুটিংয়ে।