Ahona Dutta

শাশুড়ির স্মৃতিতে আচ্ছন্ন অহনা, ‘নিজের মাকে কষ্ট না দিলেও পারতেন’, প্রশ্নের মুখে ছোটপর্দার মিশকা

অভিনেত্রী অহনা দত্তকে নিয়ে বিতর্ক হয়েছে অনেক। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়াও হয়েছে বিস্তর। এর মাঝে শাশুড়ির ভিডিয়ো প্রকাশ্যে আনতেই আবার সমালোচনায় বিদ্ধ অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৩
Share:

শাশুড়ির সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ভিডিয়ো ভাগ করে নিলেন অহনা। ছবি: সংগৃহীত।

মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের মতের বিরুদ্ধে গিয়ে রূপটানশিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে সংসার পাতেন। এ নিয়ে বিপুল সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। নিজের মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হলেও শাশুড়িই যে তাঁকে আপন করে নিয়েছেন সে কথা বার বার প্রকাশ্যে বলেছেন অহনা। শাশুড়ির সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ভিডিয়ো ভাগ করে নিলেন ছোটপর্দার মিশকা।

Advertisement

প্রায় এক বছর হয়ে গেল শাশুড়িকে হারিয়েছেন অহনা। প্রতি মুহূর্তে তাঁকে মনে পড়ে অহনা আর দীপঙ্করের। মেয়ে হওয়ার আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, এই সময় শাশুড়িকে পাশে পেলে তাঁর শান্তি হত। তবে শ্বশুর অনেকটাই আগলে রেখেছেন তাঁকে।

সেপ্টেম্বরের মেঘলা দিনে মায়ের কথাই বার বার মনে পড়ছে অহনার। একটি ভিডিয়ো ভাগ করে নিয়ে তিনি লিখলেন, “আগের বছর জামাইষষ্ঠীর দিন তুমি আমাকে মেয়ে হিসেবে আর নিজের ছেলেকে জামাই হিসেবে বরণ করেছিলে! আর কেউ কোনওদিন করবে না।”

Advertisement

এই লেখার জন্যও সমালোচিত হতে হচ্ছে তাঁকে। একজন লিখেছেন, “নিজের মায়ের কথা না ভেবে শাশুড়িমাকে নিয়ে আদিখ্যেতা হচ্ছে।” আবার অন্য একজনের মন্তব্য, “নিজের মাকে এত কষ্ট না দিলেও পারতেন।”

ইদানীং, তাঁর সদ্যোজাতকে নিয়ে অনেক ভিডিয়ো তৈরি করেন অহনা। সেখানেও অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের সমালোচনার জবাবও দিয়েছিলেন অভিনেত্রী। তখন অহনা বলেছিলেন, “মেয়ে ভালবাসার মানুষের সঙ্গে বেরিয়ে গেলে, থাকতে চাইলে, আমি ফোন করতাম। কারণ, ছেলেটা বাজে হলে আমার মেয়ে কোথায় যাবে? বেরিয়ে যাওয়ার আগে বলতাম না যে, চলে যাওয়ার আগে গলার সোনার হারটা খুলে রেখে যা। দাদু বা দিদার সঙ্গে সম্পর্ক রাখতে বাধা দিতাম না।”

সব ভুলে আপাতত, মেয়ে মীরা, স্বামী দীপঙ্কর এবং শ্বশুরকে নিয়ে গুছিয়ে সংসার করছেন অহনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement