Ahona Dutta

‘সোনা, মনা বলে ডাকব ওকে’, অপারেশন থিয়েটার থেকে বেরিয়েই মেয়েকে প্রকাশ্যে আনলেন অহনা

অভিনেত্রীর মা হওয়ার খবর পাওয়ার পর থেকে ছোট্ট অহনাকে দেখার অপেক্ষায় ছিল দর্শক। না, খুব বেশি ধৈর্য ধরতে হল না। সদ্যোজাতকে কোলে নিয়ে একটি আদুরে ছবি পোস্ট করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১২:৩৪
Share:

কার মতো দেখতে হল অহনা-দীপঙ্করের মেয়েকে? ছবি: সংগৃহীত।

২৮ জুলাই সন্ধে ছ’টা নাগাদ কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী অহনা দত্ত। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন তিনি। মা এবং মেয়ে দু’জনেই ভাল আছে। অপারেশন থিয়েটারের ভিতর থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন পর্দার মিশকা। সদ্যোজাতকে পেয়ে তিনি যতটা খুশি ততটাই উত্তেজিত। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অভিনেত্রীর মা হওয়ার খবর পাওয়ার পর থেকে ছোট্ট অহনাকে দেখার অপেক্ষায় ছিল দর্শক। না, খুব বেশি ধৈর্য ধরতে হল না। সদ্যোজাতকে কোলে নিয়ে একটি আদুরে ছবি পোস্ট করলেন তিনি। সবুজ কাপড়ে মোড়ানো একরত্তি। কাপড়ের আড়ালে বোঝা যাচ্ছে মাথাভর্তি চুল হয়েছে মাথায়। তবে মুখ বোঝা যাচ্ছে না। ক্যামেরার সামনে এখনই মেয়েকে আনতে চান না অহনা এবং তাঁর স্বামী দীপঙ্কর রায়।

Advertisement

সোমবার রাতে মেয়ে হওয়ার সুখবর আনন্দবাজার ডট কমকে প্রথম দীপঙ্করই বলেছিলেন। তিনি বলেন, “কতটা উত্তেজিত আমি বলে বোঝাতে পারব না। মা ও মেয়ে দু’জনেই এখন ভাল আছে। ভাল নামও ঠিক করে ফেলেছি। এ ছাড়া তো সোনা মনা বলে ডাকবই।” ২১ বছর বয়সে মা হলেন অহনা। গত কয়েক দিনে মা হওয়ার আগের সফরের খুঁটিনাটি তুলে ধরেছিলেন অহনা। কখনও রান্নাবান্না করছেন, কখনও আবার স্বামী দীপঙ্করকে নিয়ে রিল বানাচ্ছিলেন। কোনও সন্ধ্যায় খাওয়াদাওয়া করতে যাচ্ছিলেন।

মেয়ে কোলে অহনা।

অভিনেত্রী নিজেই কয়েক দিন আগে জানান, তিনি বাইরের খাবারের বদলে শাকসব্জি খাচ্ছেন। রোজ যোগাসন করছেন। এমন কিছু যোগাসন করছেন যেগুলি তাঁকে স্বাভাবিক প্রসবে সাহায্য করবে। যদিও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement