Ahona Dutta Pregnancy

প্রস্তুতি শুরু, হাসপাতালে ভর্তি হওয়ার আগে হবু সন্তানের জন্য কী কী কেনাকাটা করলেন অহনা?

সব ঠিক থাকলে অগস্টেই আসবে নতুন অতিথি। অভিনেত্রী অহনা দত্ত আপাতত তারই অপেক্ষায়। সেরে রাখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৮:৪৬
Share:

ছবি: সংগৃহীত।

আর কিছু দিন পরই ঘরে আসবে নতুন অতিথি। মাতৃত্বকালীন ছুটির প্রতি মুহূর্ত পরতে পরতে উপভোগ করছেন অভিনেত্রী অহনা দত্ত। তা তাঁর রিল ভিডিয়োয় স্পষ্ট। কখনও পরিবারের জন্য রান্না করছেন। কখনও আবার নিজের পছন্দের বিরিয়ানি খাচ্ছেন। কখনও স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে গানের সঙ্গে নাচছেন। সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছেন অহনা। যেখানে দেখা যাচ্ছে দোকান থেকে নানা জিনিস কিনছেন। ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “সন্তানের জন্য কেনাকাটা করলাম।” অনেকেই মনে করেন সন্তান জন্মের আগে বেশি কিছু কিনে রাখতে নেই। এ সব কথা আদৌ কি মানেন তাঁরা?

Advertisement

আনন্দবাজার ডট কমকে অহনা বললেন, “ধুর। ও সব কিছু নয়। তবে আমরা বেশি কিছু কিনিনি। একটা জামা কিনেছি। আসলে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে গেলে তো ওকে কিছু পরাতে হবে। তাই কিনে নিলাম।” ইতিমধ্যেই অনেক কিছু পরিকল্পনা করে ফেলেছেন। বহু জিনিস কেনার পরিকল্পনা রয়েছে তাঁদের। কিন্তু এখনই কিছু নয়। অভিনেত্রী জানিয়েছেন, আর খুব যে বেশি দিনের অপেক্ষা তা নয়। যত দিন এগোচ্ছে তত তাঁর ভয় করছে। অপারেশন থিয়েটারের কথা ভাবলেই তিনি চিন্তা করছেন।

কিছু দিন আগে তাঁর তৈরি একটি রিল ভিডিয়োকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক। স্ফীতোদর নিয়ে তিনি এত লাফালাফি করেছেন, তা নিয়ে অনেক মন্তব্য শুনতে হয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আবার প্রমাণ পেলাম, মেয়েরা মেয়েদের ভাল সহ্য করতে পারে না। কেউ ভাবল না, আমি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একা হাতে সব সামাল দিচ্ছি। দীপঙ্করও আছে। কিন্তু ওকে তো কাজে যেতে হয়।” মায়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই। শাশুড়ি মা গত হয়েছেন। ফলে পরিবারে এখন অহনা, তাঁর স্বামী দীপঙ্কর এবং শ্বশুরমশাই। সুতরাং দিনের অর্ধেকটা একাই কাটাতে হয় তাঁকে। এই পরিস্থিতিতে দর্শকের মন্তব্যে অত্যন্ত বিরক্ত অহনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement