মাতৃত্বকালীন ফটোশুটে স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে অহনা দত্ত। ছবি: সংগৃহীত।
সন্তানের জন্মের পর নাকি অভিনেত্রীদের কেরিয়ার শেষ! প্রচলিত এই ধারণা বদলাচ্ছে ধীরে ধীরে। স্ফীতোদর নিয়েও একের পর এক ফটোশুটে দেখা গিয়েছে বলিপাড়ার অভিনেত্রীদের। শেষ দীপিকা পাড়ুকোনের মাতৃত্বকালীন ফটোশুট নিয়ে শোরগোল হয়েছিল। স্বচ্ছ পোশাকে নায়িকার স্ফীতোদর নজর কেড়েছিল দর্শকের। বলিউড নায়িকাদের অনুপ্রেরণাতেই কি মাতৃত্বকালীন ফটোশুটে মজলেন অহনা দত্ত!
জুলাই মাসের শেষ বা অগস্ট প্রথম কয়েক দিনের মধ্যেই ঘরে আসতে পারে নতুন অতিথি। তার আগে স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে ‘মাতৃত্বকালীন ফটোশুট’-এর ছবি পোস্ট করলেন অভিনেত্রী। যে ছবিতে দেখা যাচ্ছে পোশাকের আড়ালে উঁকি দিচ্ছে অভিনেত্রীর স্ফীতোদর। দু’হাতে আলতো করে আগলাচ্ছেন আগামী সন্তানকে। সেই ছবি পোস্ট হতে না হতেই হইহই কাণ্ড। বিরক্ত দর্শকের একাংশ। তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে বিপুল আলোচনা হয়েছে। মায়ের সঙ্গে যে অহনার সম্পর্ক ভাল নয় তা নিয়ে চর্চা হয়েছে।
এ বার তাঁর উন্মুক্ত স্ফীতোদর দেখে প্রকাশ্যে পর্দার খলনায়িকাকে আক্রমণ করলেন দর্শক। কেউ কেউ লিখেছেন, “আমরাও মা হয়েছি, কিন্তু এ ভাবে পেট খুলে ঘুরিনি।” আবার আর এক জন লিখেছেন, “বাচ্চা অনেকের হয়। কিন্তু তা বলে এই ভাবে পেট খুলে ঘুরবেন!”
এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেন, “আবার প্রমাণ পেলাম মেয়েরা মেয়েদের ভাল সহ্য করতে পারে না। কেউ ভাবল না আমি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একা হাতে সব সামাল দিচ্ছি। দীপঙ্করও আছে। কিন্তু ওকে তো কাজে যেতে হয়।” মায়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই। শাশুড়ি মা গত হয়েছেন। ফলে পরিবারে এখন অহনা, তাঁর স্বামী দীপঙ্কর এবং শ্বশুরমশাই। সুতরাং দিনের অর্ধেকটা একাই কাটাতে হয় তাঁকে। এই পরিস্থিতিতে দর্শকের মন্তব্যে অত্যন্ত বিরক্ত অহনা।