Thakurpukur Accident

‘সত্য সামনে আসবেই’, অতীতে সম্পর্ক থাকলেও ভিক্টোর ঘটনায় কী প্রতিক্রিয়া অনিন্দিতার?

অনিন্দিতা সমাজমাধ্যমে লিখেছেন, “সত্যি সব সময়ে প্রকাশ্যে আসে।” অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন ভিক্টো। তাই কি সমাজমাধ্যমে এই পোস্ট অনিন্দিতার?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৬:৫০
Share:

ঠাকুরপুকুরের ঘটনায় অনিন্দিতা কী বললেন? ছবি: সংগৃহীত।

ঠাকুরপুকুরের ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে টলিপাড়ায়। রবিবারের সকালে ভরা বাজারে বেপরোয়া গাড়ি পিষে দেয় ছয় জনকে। পরে তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়। তার পর থেকেই আলোচনার কেন্দ্রে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা হচ্ছে। টলিপাড়ার এক অভিনেতা জানিয়েছেন, এক সময়ে নাকি নেশা থেকে মুক্তি পেতে পুনর্বাসন কেন্দ্রেও ছিলেন ভিক্টো। এর মাঝেই অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়।

Advertisement

অনিন্দিতা তাঁর পোস্টে লিখেছেন, “সত্যিটা সব সময়ে প্রকাশ্যে আসে।” অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন ভিক্টো। তাই কি সমাজমাধ্যমে এই পোস্ট অনিন্দিতার? খোঁজ করেছিল আনন্দবাজার ডট কম। অনিন্দিতা বলেন, “আমার সঙ্গে ওর কী সম্পর্ক ছিল, সেটা এই ঘটনায় একেবারেই প্রাসঙ্গিক নয়। এটুকুই বলতে চাই, এটা এখনও বিচারাধীন একটি বিষয়। খুব মর্মান্তিক ঘটনা। যারা দোষী তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। মত্ত অবস্থায় গাড়ি চালানোর মতো দায়িত্বজ্ঞানহীন কাজ আর কিছু হয় না।”

বরাবরই কি ভিক্টো এমন জীবনযাপন করতেন? এই প্রশ্ন করতেই অনিন্দিতা বলেন, “আমি মানুষটার সঙ্গে পাঁচ বছর সম্পর্কে ছিলাম। ভালবেসেছিলাম বলেই ছিলাম। তাই এই নিয়ে কোনও অত্যুক্তি করতে চাই না। তা ছাড়া আমার ব্যক্তিগত বিষয়ের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। মানুষ হিসেবে এটুকুই বলব, দোষীদের যেন শাস্তি হয়।”

Advertisement

এই ঘটনার পরে আঙুল উঠছে টলিপাড়ার দিকেও। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “আসলে সাফল্য উদ্‌যাপনের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। সকলের জীবনেই উদ্‌যাপন থাকে। কে প্রথম সারির সেলেব্রিটি বা কে দ্বিতীয় সারির— তাতে কিছু যায় আসে না। বরং টলিপাড়ায় যাঁরা সত্যিই অনেক পরিশ্রম করে খ্যাতনামী হয়ে উঠেছেন, সফল হয়েছেন তাঁরা কেউই এমন কাণ্ডজ্ঞানহীন নন। নাগরিক হিসেবে কার মধ্যে কতটা দায়িত্ব ও মনুষ্যবোধ রয়েছে সেটাই গুরুত্বপূর্ণ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement