Mother's day 2025

মায়ের দু’টি গুণ নিজের মাতৃত্বে প্রয়োগ করতে চান! সন্তান পালন নিয়ে কী বললেন অনিন্দিতা?

নিজের মাকে সব সময় সেরা মা মনে করে এসেছেন অনিন্দিতা। তাই নিজের মাতৃত্বে মায়ের বিশেষ দু’টি গুণ মাথায় রাখছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৬:১৬
Share:

মা হিসেবে প্রথম মাতৃদিবস অনিন্দিতার। ছবি: সংগৃহীত।

মা হওয়ার পরে প্রথম মাতৃদিবস। তাই এই দিনটা একটু বিশেষ অনিন্দিতা রায়চৌধুরীর কাছে। পোষ্য মাতা হিসেবে অনেক দিনের অভিজ্ঞতা অভিনেত্রীর। তবে, নিজের সন্তানের মা হওয়ার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। অনিন্দিতার মতে, পরিবার পাশে রয়েছে বলেই জীবনের এই সুন্দর অধ্যায় আরও সুন্দর হয়ে উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কমকে অনিন্দিতা বলেছেন, “দিনটা আলাদা করে কিছু মনে হচ্ছে না। প্রতি দিনই মা হয়ে উঠতে শিখছি। কী ভাবে একটা ছোট্ট মানুষকে বড় করতে হয়, কী ভাবে তার না বলা কথা বুঝে নিতে হয়, তা প্রতি মুহূর্তে শিখছি। এই মুহূর্তটা সুন্দর হয়ে উঠেছে আমার পরিবার, আমার স্বামী, আমার দুই মা ও দুই বাবার জন্য। ওঁদের জন্যই আমি সবটা পারছি।”

নিজের মাকে সব সময় সেরা মা মনে করে এসেছেন অনিন্দিতা। তাই নিজের মাতৃত্বে মায়ের বিশেষ দু’টি গুণ মাথায় রাখছেন। অভিনেত্রীর কথায়, “মায়ের বহু গুণ। সব ছেলেমেয়ের মতোই আমারও নিজের মাকে সেরা মা বলে মনে হয়। আমি ছোটবেলা থেকেই ওষুধ খুব কম খেয়েছি। মা এমন কিছু খাওয়াত নিয়মিত যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বাচ্চাদের ছোট থেকে কী কী খাওয়ালে তারা শক্তিশালী হবে, সেই জিনিসগুলো মায়ের থেকে জানার চেষ্টা করি।”

Advertisement

মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনিন্দিতার। ছোট থেকেই কারও প্রেমে পড়লে বা কোনও পুরুষকে ভাল লাগলে, সবার আগে মাকেই বলতেন। বন্ধুর মতো মিশতেন মায়ের সঙ্গে। অনিন্দিতা বলেছেন, “পরীক্ষা খারাপ হওয়া থেকে শুরু করে প্রেমে পড়া, সব মাকে বলতাম। এই বাড়িতেও শাশুড়ি মায়ের সঙ্গেও আমি বন্ধুর মতো মিশি। এই বিষয়টাও আমি নিজের মধ্যে দেখতে চাই। আমার মেয়ের সঙ্গেও যেন সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement