Anjana Basu

‘দরজা খুলেই দেখি...’ ছেলে এবং তাঁর বন্ধুদের কোন কীর্তি দেখে রেগে গিয়েছিলেন অঞ্জনা?

টলিপাড়ার পরিচিত মুখ অঞ্জনা বসু। মাঝখানে বেশ কিছু দিন অসুস্থতার জন্য কাজ থেকে দূরে ছিলেন। পুরোদমে অভিনয় শুরু করেছেন ফের। কাজের ফাঁকেই কোন কাহিনি শোনালেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৪:২৯
Share:

অঞ্জনা বসু। ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন আগে পরিচালক রাজ চক্রবর্তী তৈরি করেছিলেন ‘হাবজি গাবজি’। ফোন এবং অনলাইন গেমের প্রতি বর্তমান প্রজন্মের যে আকর্ষণ, তাকে কেন্দ্র করে ছবি তৈরি করেছিলেন পরিচালক৷ বাস্তবে এই সমস্যায় ভুক্তভোগী অনেক মা-বাবাই। সেই তালিকায় রয়েছেন টলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রী। ছেলেমেয়েকে সামলাতে গিয়ে এক এক সময় নাজেহাল হতে হয় তাঁদের। এমনই এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী অঞ্জনা বসু।

Advertisement

ধারাবাহিক এবং বড় পর্দার পরিচিত মুখ তিনি। এক দিকে যেমন শুটিং সামলান। তেমনই শক্ত হাতে ছেলেকে বড় করেছেন অঞ্জনা। এখন তাঁর ছেলে বিদেশে থাকেন। সফল পেশাদার।

কিন্তু ছোটবেলায় মা অঞ্জনাকে যমের মতো ভয় পেতেন তিনি৷ শুধু ছেলে নয় তাঁর বন্ধুরাও সমান ভাবে ভয় পেতেন। সে কাহিনিই শোনালেন অভিনেত্রী। তিনি বললেন, “তখন আমার ছেলে একাদশ শ্রেণির ছাত্র। এক দিন বলল, ওর বন্ধুরা আমাদের বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়া করবে। আমি খাবার বেড়ে ঘরে গিয়েছি, ছেলেকে ডাকতে। দরজা খুলেই দেখি চার কোণায় চার জন মোবাইল টিপছে।” রীতিমতো রেগে গিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেন, “বলেছিলাম সবাইকে একটা করে চড় দেব। মোবাইল ঘাঁটতে হলে যে যার বাড়িতেই থাকতে পারতিস। একসঙ্গে হলি কেন? তার পর ভয়ে সবাই পকেটে ফোন ঢুকিয়ে নেয়।”

Advertisement

মা হিসাবে তিনি যে বেশ কড়া ধাঁচের সে কথা বার বারই বলেছেন অভিনেত্রী। নতুন ধারাবাহিক ‘কুসুম’-এ এমনই এক চরিত্রে তাঁকে দেখছেন দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement