Gaurav Chakraborty

ছক ভাঙছেন গৌরব, চেনা ঘরানা ছেড়ে ফের ধূসর চরিত্রে তিনি! কোন ছবিতে? বিপরীতে কে?

আবারও নাটক থেকে ছবি তৈরি হতে চলেছে। বড় পর্দার তারকা-অভিনেতাদের দেখা যাবে। পরিচালনায় কে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৪:২১
Share:

ফের অন্য চরিত্রে গৌরব চক্রবর্তী। ছবি: ফেসবুক।

ছক ভাঙছেন গৌরব চক্রবর্তী। নিজেকে নতুন ভাবে পর্দায় তুলে ধরতে চলেছেন। ছোট থেকে বড় পর্দা হয়ে হাল আমলের সিরিজ়, সব মাধ্যমেই তিনি ‘ভাল ছেলে’! ব্যতিক্রম পরিচালক রাজ চক্রবর্তী, যিনি গৌরবকে তাঁর ছবি ‘পরিণীতা’ এবং প্রথম সিরিজ় ‘আবার প্রলয়’-এ ধূসর চরিত্র দিয়েছিলেন। দু’টি চরিত্রেই অভিনেতার অভিনয় প্রশংসিত। খবর, আরও এক বার তিনি সেই পথেই হাঁটতে চলেছেন। নাট্য পরিচালক অবন্তী চক্রবর্তী ঊনবিংশ শতকের শেষ দিকে বিখ্যাত নরওয়েজীয় নাট্যকার হেনরিক ইবসেনের লেখা নাটক ‘আ ডল’স হাউস’কে পর্দায় আনতে চলেছেন। এই ছবি দিয়ে তিনি বাংলা ছবি পরিচালনার দুনিয়ায় পা রাখতে চলেছেন। সেখানেই ফের ছকভাঙা গৌরবকে দেখতে পাবেন দর্শক।

Advertisement

নাট্য দুনিয়ায় অবন্তী অনির্বাণ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায়ের শিক্ষাগুরু। তাঁর নাটকে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তীও। তাঁরই বড় ছেলে এ বার পরিচালকের প্রথম বাংলা ছবিতে।

ইদানীং টলিউডে নাটক থেকে ছবি তৈরির একটি ধারা তৈরি হয়েছে। তালিকায় অনির্বাণ ভট্টাচার্যের ‘বল্লভপুরের রাজবাড়ি’, শেখর দাশের ‘পাগলা ঘোড়া’। সেই তালিকায় নবতম সংযোজন অবন্তী। তাঁর প্রথম ছবিতে আর কাকে নিচ্ছেন তিনি? গৌরবকেই বা কার বিপরীতে দেখা যাবে? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল উভয়ের সঙ্গেই। তাঁরা সাড়া দেননি। তবে খবর, ছবিতে গৌরব ছাড়াও পাওলি দাম, ইন্দ্রনীল সেনগুপ্ত রয়েছেন। প্রাথমিক ভাবে ছবির নাম অবন্তী ‘ডল’স হাউস’-ই রেখেছেন। নাটকের গল্প আবর্তিত হয়েছে এক ব্যাঙ্ক ম্যানেজার টোরভাল্ড হেলমারের স্ত্রী নোরা হেলমারকে ঘিরে। শোনা যাচ্ছে, এই চরিত্রে দেখা যাবে পাওলি দামকে। নোরার সঙ্গে তাঁর স্বামীর অফিসের এক সহকর্মী নিল্‌স ক্রগস্ট্যাগের ঘাত-প্রতিঘাত বেশি। বন্ধুত্বের ছদ্মবেশে নিজের স্বার্থ বাঁচাতে সে নোরার খারাপ চাইতেও পিছপা হয় না। এই জটিল চরিত্রে দেখা যাবে গৌরবকে।

Advertisement

খবর, ছবির কলকাতার অংশের শুটিং হয়ে গিয়েছে। খুব অল্পই কাজ বাকি। এ দিন গৌরব মুখ না খুললেও আগের একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বরাবর আমায় ‘ভাল ছেলে’ হিসাবে দেখতে অভ্যস্ত দর্শক। এই ধরনের চরিত্র আমায় মানায় বলেই। কিন্তু যে কোনও অভিনেতা চেনা ছকের বাইরে হাঁটতে বেশি ভালবাসেন। সেই দলে আমিও।” চাই রাজ তাঁকে ভিন্ন চরিত্রে ভাবতেই সেই সুযোগ লুফে নিয়েছিলেন এবং অভিনয় করে আনন্দও পেয়েছেন। সেই জন্যই চরিত্র দু’টি দর্শকদের ভাল লেগেছে বলে তিনি মনে করেন। ধূসর চরিত্র দেওয়ার জন্য এর আগে তিনি রাজকে আন্তরিক অভিনন্দনও জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement