ফের বিয়ের কনে অরুণিমা ঘোষ! ছবি: সংগৃহীত।
অরুণিমা ঘোষ কবে বিয়ে করছেন? টলিউডের অন্দরে ঘুরেফিরে চলছে এই চর্চা। কখনও অভিনেত্রী হাসিমুখে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। কখনও রসিকতায় মেতেছেন,“আমিও চাইছি এ বার আমার বিয়ে হোক।” এক বার নায়িকা আনন্দবাজার ডট কমকেই অনুরোধ জানিয়েছিলেন তাঁর পাত্র খুঁজে দেওয়ার জন্য। এ বার তাঁরই মুখে ভিন্ন সুর! অরুণিমা সটান বলেছেন, “মনে হয় আমার বর পর্দার মতো হয় খুব ভাল, নয় খুব মন্দ হবে না। ভালমন্দ মিশিয়ে মধ্যমানের কেউ হবেন।” তাঁরও উপলব্ধি, তিনি শ্বশুরবাড়িতে ‘ভাল বৌমা’ হবেন!
বিয়ে নিয়ে এত ভাবনা-চিন্তা কবে করলেন অভিনেত্রী? অরুণিমার কি বিয়ের সানাই বাজল?
একেবারেই তা নয়। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ফ্রাইডে ওয়েব প্ল্যাটফর্মে অভিনেত্রীর আগামী সিরিজ় ‘বিবাহ অতঃপর’ মুক্তির পথে। সায়ন্তন মুখোপাধ্যায় আবার তাঁর রহস্য-রোমাঞ্চ ঘরানার বাইরে গিয়ে বিশুদ্ধ রোমান্টিক-কমেডি ঘরানার সিরিজ় বানিয়েছেন। যেখানে অরুণিমা ভীষণ মিষ্টি, চুলবুলে মেয়ে। বাবাকে চোখে হারায়। আবার শ্বশুরবাড়ির প্রত্যেক নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলে। নিজের এই কাজ নিয়ে বলতে গিয়েই অভিনেত্রীর দাবি, “পর্দার সঙ্গে বাস্তব কখনও মেলে না। সেই জায়গা থেকে এই উপলব্ধি।” আবার বাস্তবে তিনি যথেষ্ট বাধ্য। তাই ‘ভাল বৌমা’ হওয়া তাঁর ভবিতব্য। অরুণিমার বিপরীতে গৌরব চক্রবর্তী। এ ছাড়াও আছেন, ডিসিপি অলোক সান্যাল, অসীম রায়চৌধুরী-সহ এক ঝাঁক অভিনেতা।
পর্দায় বার বার একই চরিত্রে অভিনয়। ‘কীর্তন’, ‘কীর্তন ২’-ই হোক বা ‘বিবাহ অতঃপর’— সে-ই শহুরে, আধুনিকা, জেদি মেয়ে তিনি। কেন একই ধারার অভিনয় করছেন অরুণিমা?
‘বিবাহ অতঃপর’ সিরিজ়ে গৌরব চক্রবর্তী-অরুণিমা ঘোষ, ডিসিপি অলোক সান্যাল। ছবি: সংগৃহীত।
এ কথা তিনিও মেনে নিয়েছেন। আফসোস করেছেন, “আগের তুলনায় কাজের পরিমাণ কমিয়ে দিয়েছি। অনেক বেছে চরিত্র নেওয়ার চেষ্টা করি। তবু ঘুরেফিরে ‘বাবলি গার্ল’-এর চরিত্রই আসে।” এ-ও জানিয়েছেন, খলনায়িকার চরিত্রে অভিনয় করার খুব ইচ্ছা তাঁর। কারণ, ধূসর চরিত্রে অভিনয়ের অনেক সুযোগ পাওয়া যায়। অরিন্দম শীলের ‘সাহেব বিবি জোকার’ সিরিজ়ে তিনি ছক ভেঙেছিলেন। সে প্রসঙ্গ তুলতেই অরুণিমা বলেছেন, “ওই চরিত্রে অভিনয় করে খুব তৃপ্তি পেয়েছিলাম। কিন্তু এ রকম চরিত্র খুব কমই পাই।”
তাঁর সাম্প্রতিক ছবি, সিরিজ-মুক্তি অনুযায়ী পর পর দু’বার গৌরব চট্টোপাধ্যায় আর গৌরব চক্রবর্তীর বিপরীতে অভিনয় করলেন। তার আগে অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। পর্দায় প্রেমের দৃশ্যে কোন নায়কের সঙ্গে বেশি স্বচ্ছন্দ তিনি? শুনেই ফোনের ও পারে হাসিতে ভেঙে পড়লেন অরুণিমা। বলে উঠলেন, “ভীষণ দুষ্টু প্রশ্ন হয়ে গেল যে!” নিজেকে সামলে পরক্ষণেই বুদ্ধিদীপ্ত জবাব দিলেন, “তিন জনেই পেশাদার। তিন জনেই ক্যামেরার সামনে নিজেদের উজা়ড় করে দেন। তিন জনেই প্রচণ্ড সহযোগিতা করেন। ফলে, তিন জনের সঙ্গেই যে কোনও দৃশ্য করে আরাম।’’