Ankita Lokhande

অন্তঃসত্ত্বা অঙ্কিতা লোখন্ডে! সন্তানধারণ নিয়ে প্রশ্ন শুনেই কেন চাপে পড়লেন অভিনেত্রী?

গণেশচতুর্থী উদ্‌যাপনে গিয়েছিলেন অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি জৈন। সেই সময়ে সংবাদমাধ্যম থেকে অঙ্কিতাকে প্রশ্ন করা হয়, কবে তিনি মা হতে চলেছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৩
Share:

সুখবর দেবেন অঙ্কিতা-ভিকি? ছবি: সংগৃহীত।

অঙ্কিতা লোখন্ডে কি অন্তঃসত্ত্বা? প্রশ্ন শুনেই রেগে আগুন অভিনেত্রী। কিছু দিন আগে একটি অনুষ্ঠানে এসে রসিকতা করে নিজেই বলেছিলেন, তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান প্রসঙ্গে প্রশ্ন শুনেই চটে গেলেন ‘পবিত্র রিশ্‌তা’-খ্যাত অভিনেত্রী।

Advertisement

গণেশচতুর্থী উদ্‌যাপনে গিয়েছিলেন অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি জৈন। সেই সময়ে সংবাদমাধ্যম থেকে অঙ্কিতাকে প্রশ্ন করা হয়, কবে তিনি মা হতে চলেছেন? তখনই মেজাজ হারিয়ে তিনি বলেন, “আমি সত্যি বলছি, এই প্রশ্নটা এখন খুব একঘেয়ে লাগে। আমাকে এই সব জিজ্ঞেস করবেন না। যে দিন হবে, আমি নিজেই বলে দেব। এ বার থেকে এই অন্তঃসত্ত্বা হওয়ার প্রশ্নগুলো আমি গ্রহণই করব না। এই ধরনের প্রশ্ন খুবই বাড়াবাড়ি মনে হয়। এই সব শুনলে মা-বাবা হওয়ার চাপ বেড়ে যায়।”

কয়েক মাস আগে ছোটপর্দার একটি রিয়্যালিটি শোয়ে গিয়েছিলেন অঙ্কিতা ও ভিকি। সেই অনুষ্ঠানে দৌড়োনোর মুহূর্তে অঙ্কিতা বলেছিলেন, “আমি দৌড়োতে পারব না, আমি অন্তঃসত্ত্বা।” এই কথা শুনে সকলেই খানিক চমকে গিয়েছিলেন। অভিনেত্রীর কাছে সত্য জানতে চাওয়া হলে, তিনি অবশ্য দ্বিতীয় বার মুখ খোলেননি সেই দিন। শুধু মিটিমিটি হেসেছিলেন। তার পর থেকেই অঙ্কিতা কবে মা হচ্ছেন, তা নিয়ে বার বার প্রশ্ন তুলছেন অনুরাগীরা।

Advertisement

২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছিলেন অঙ্কিতা ও ভিকি। একসঙ্গে দম্পতি হিসেবে ‘বিগ বস্‌ ১৭’-য় যোগ দিয়েছিলেন তাঁরা। এ ছাড়া ‘মণিকর্ণিকা’ ছবিতেও অভিনয় করেছিলেন অঙ্কিতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement