গণপতির মণ্ডপে কত টাকা অনুদান দিলেন অমিতাভ? ছবি: সংগৃহীত।
ফের সমাজমাধ্যমে কটাক্ষের শিকার বলিউড তারকা অমিতাভ বচ্চন। মুম্বইয়ের জনপ্রিয় গণেশপুজো লালবাগচা রাজা মণ্ডপে সম্প্রতি বড় অঙ্কের অনুদান করেছেন বর্ষীয়ান অভিনেতা। তার পরেই প্রশ্ন উঠছে, বন্যাবিধ্বস্ত পঞ্জাবের জন্য কিছু টাকা দান করতে পারলেন না তিনি?
অমিতাভ নিজে লালবাগচা রাজা মণ্ডপে পৌঁছোতে পারেননি। তাঁর সহযোগী দলের কর্মীরা গিয়ে সেই মণ্ডপে ১১ লক্ষ টাকার একটি চেক দিয়ে এসেছেন। সেই চেক গ্রহণ করেন মণ্ডপের সচিব সুধীর সালভি। চেক গ্রহণ করার সময়ে তাঁদের ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল। তার পর থেকেই কটাক্ষের শিকার অমিতাভ।
গণেশপুজোয় তারকার অনুদান দেওয়ার প্রশংসা করেছেন তাঁর অনুরাগীদের একাংশ। তবে অন্যরা প্রশ্ন তুলছেন অমিতাভের এই সিদ্ধান্তকে নিয়ে। বন্যাবিধ্বস্ত পঞ্জাবকে নিয়ে সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন বহু তারকাই। তাই অনুরাগীদের প্রত্যাশা ছিল, অমিতাভও পঞ্জাবের জন্য উদ্যোগী হবেন। এক নেটাগরিক সমাজমাধ্যমে লিখেছেন, “পঞ্জাবের জন্য আপনি কিছু যদি করতেন, তা হলে আরও ভাল লাগত।” নেটাগরিকের একাংশের অভিযোগ, তারকারা বেশির ভাগ সময়েই ধর্মীয় কারণে অর্থ অনুদান করেন। কিন্তু কোনও দুর্যোগ বা বিপর্যয়ে তাঁদের পক্ষ থেকে তেমন কোনও উদ্যোগ থাকে না।
এক নেটাগরিক অমিতাভকে লিখেছেন, “বাউজি, পঞ্জাবের জন্যও কিছু করুন। শুধু ভগবানের জন্য করে কিছু হবে না। মানুষের জন্য কিছু করুন। পঞ্জাবের জন্য কিছু করলে বা দু-একটা পরিবারকে দত্তক নিলে, অনায়াসে গণপতির কাছেই আপনার অর্থ পৌঁছে যেত।”
উল্লেখ্য, গণেশচতুর্থীতে মুম্বইয়ের অন্যতম আকর্ষণ লালবাগচা মণ্ডপ। আট দশক ধরে মুম্বইয়ে এই লালবাগচা মণ্ডপ হয়ে আসছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন এই মণ্ডপে।