Mohammad Rafi

‘বাবাকে হিংসে করতেন লতা মঙ্গেশকর ও আশা ভোসলে’, বিস্ফোরক অভিযোগ মোহম্মদ রফীর পুত্রের

লতা মঙ্গেশকর ও আশা ভোসলে নাকি হিংসে করতেন গায়ককে। এমনকি তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগতেন বলেও দাবি করেছেন শাহিদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৪
Share:

লতা মঙ্গেশকর ও আশা ভোসলেকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মোহম্মদ রফীর পুত্র শাহিদ রফীর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

লতা মঙ্গেশকর ও আশা ভোসলেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মোহম্মদ রফীর পুত্র শাহিদ রফীর। তাঁর অভিযোগ, মোহম্মদ রফীর কর্মজীবন নষ্ট করার চেষ্টা করেছিলেন দুই গায়িকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই দাবি করেছেন শাহিদ।

Advertisement

লতা মঙ্গেশকর ও আশা ভোসলে নাকি হিংসে করতেন গায়ককে। এমনকি দুই গায়িকা নিরাপত্তাহীনতায় ভুগতেন বলেও দাবি করেছেন শাহিদ। মোহম্মদ রফী তাঁর সমসাময়িক গায়কদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। তাঁদের সঙ্গে কোনও সমস্যা হত না। কিন্তু দুই গায়িকার সঙ্গে নাকি কোনও ভাবেই বনিবনা হয়নি।

শাহিদ বলেছেন, “ওঁরা হিংসে করতেন, কারণ রফী সাব ওঁদের চেয়ে এগিয়ে ছিলেন। ওঁরা চাইতেন, সবাই ওঁদের থেকে পিছিয়ে থাকুন। মানুষ ওঁকে (রফী) এক নম্বর বলতেন। সেটা দুই গায়িকার পছন্দ হত না।” মহম্মদ রফী নাকি টানা ৯ বছর বাড়িতে অবসাদগ্রস্ত হয়ে বসেছিলেন বলেও দাবি শাহিদের।

Advertisement

শাহিদ অতীত মনে করে জানান, আশা ভোসলে একবার বলেছিলেন, মোহম্মদ রফীর নাকি বেশি উঁচু স্বরে গলা ওঠে না। ক্ষোভ উগরে দিয়ে শাহিদ বলেছেন, “ওঁদের মুখের উপরেও এই কথাগুলো বলতে আমার কোনও সমস্যা নেই। আমি লতাজিকে একসময়ে বলেছিলামও। লতা মঙ্গেশকর দাবি করেছিলেন, মোহম্মদ রফীর কর্মজীবন নাকি ঘেঁটে গিয়েছিল। তাই তিনি নাকি লতাজির কাছে ক্ষমা চেয়েছিলেন। আমি জানি, তিনি কোনও দিনই ক্ষমা চাননি। বরং দুই ব্যক্তি আমার বাবার কাছে এসেছিলেন এবং লতাজিকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। বহু সঙ্গীতশিল্পী বাবার কাছে এসেছিলেন। লতাজির অন্য বোনেরাও এসেছিলেন। কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেন।”

লতা মঙ্গেশকরকে নাকি শাহিদ একসময়ে বলেছিলেন, “আপনি একজন অভিজ্ঞ মানুষ। একটু লজ্জা করুন। এই বয়সে এই সব বলবেন না। ঈশ্বর সব দেখছেন। আমার বাবার বিষয়ে, যে যা খুশি বলবেন, আমি সহ্য করব না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement