Shah Rukh Khan

মাথা ভর্তি ধূসর চুল! এমন বেশেই দেখা যাবে শাহরুখকে? ফাঁস হয়ে গেল ‘কিং’-এর লুক

‘কিং’ ছবিতে শাহরুখ খানকে কেমন বেশে দেখা যাবে সেই নিয়ে অনুরাগীদের কৌতূহল অনেক দিন ধরেই। এরই মাঝে ফাঁস হল তাঁর লুক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৪
Share:

প্রকাশ্যে শাহরুখের নতুন অবতার। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে উত্তেজনা জারি অনুরাগীদের মধ্যে। ছবিতে তাঁকে কোন রূপে দেখা যাবে, তা নিয়ে বহু দিন ধরেই কৌতূহলে রয়েছেন অনুরাগীরা। এর মধ্যেই ফাঁস হয়ে গেল সেই ছবিতে শাহরুখের ‘লুক’।

Advertisement

মাথা ভর্তি ধূসর চুল। ‘স্পাইক’ ধাঁচের ছাঁট। সাদা টি-শার্ট। এমনই একটি ছবি ‘রেডিট’-এ ছড়িয়ে পড়েছে। অনুরাগীদের অনুমান, ‘কিং’ ছবিতে এই বেশেই দেখা যাবে শাহরুখকে। তবে ছবিটি বেশ দূরত্ব বজায় রেখে তুলেছেন ছবিশিকারি। তাই শাহরুখের এই ‘লুক’ নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। তবে যেটুকু দেখা যাচ্ছে, তাতেই মুগ্ধ শাহরুখ-ভক্তেরা।

‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর চোট পান শাহরুখ। তার পরেই হাতে হয়েছে বড় রকমের অস্ত্রোপচার। হাতে আর্ম স্লিং নিয়েই পুত্র আরিয়ান খানের আসন্ন সিরিজ়ের বিশেষ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, “একটু বড় রকমের অস্ত্রোপচারই হয়েছে। সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে।” রসবোধের জন্যও ভক্তদের পছন্দ শাহরুখকে। তাই সেই দিনও রসিকতা করেই বাদশা বলেছিলেন, “এমনিতে আমি অধিকাংশ কাজ তো এক হাতেই করি। এক হাতেই খাই। এক হাতেই দাঁত মাজি। আবার মাথার পিছনে চুলকোলে, এক হাতেই সেটা মিটিয়ে নিই।”

Advertisement

২০২৩-এও অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে একটি প্রবীণ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। ছবিতে দ্বৈত চরিত্র ছিল তাঁর। প্রবীণ চরিত্রের বেশেও মুগ্ধ হয়েছিল দর্শক। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। ‘কিং’ ছবিতে শাহরুখ-কন্যা সুহানা খানকেও দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement