ঋত্বিকের পোস্ট প্রসঙ্গে কী বললেন অপরাজিতা? ছবি: সংগৃহীত।
কৌতুক, হাস্যরসে পরিপূর্ণ অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সমাজমাধ্যমের পাতা। কখনও কখনও তাঁর ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যদিও অভিনেতা তা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন। তিনি যেটা মনে করেন সেটাই ব্যক্ত করেন তাঁর পাতায়। ঋত্বিকের অনুরাগীরা উপভোগও করেন তাঁর লেখা। কিন্তু তাঁর স্ত্রী অভিনেত্রী অপরাজিতা ঘোষ আবার একেবারে বিপরীত মানুষ। তাঁকে ফেসবুকের পাতায় খুঁজলেও পাওয়া যাবে না। মনে করেন কাজই কথা বলে। খুব বেশি জনসংযোগে যে তিনি আগ্রহী, তেমন নয়। ফলে স্বামী ঋত্বিকের পোস্টে নিয়ে কিছু ঘটলেও তা নজরে আসে না। অভিনেতা তাঁর সমাজমাধ্যমের পাতায় কী লিখছেন বা কে কী আলোচনা করছেন— তা নিয়ে কি তাঁদের নিজেদের মধ্যে আলোচনা হয়?
এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে অপরাজিতাকে প্রশ্ন করা হয়। অভিনেত্রী বললেন, “আমি ফেসবুকে নেই তাই কোনও পোস্ট দেখতে পাই না। ঋত্বিক মাঝে মাঝে বলে আজ এটা লিখলাম। তবে ওর থেকেও বেশি অন্যরা আমায় এসে বলেন। আবার অনেক সময় দেখি ওর লেখা নিয়ে খবর হয়ে গিয়েছে। সেই সব পড়ি। তবে আমি ঠিক ফেসবুকে থাকার প্রয়োজনীয়তা অনুভব করি না।” অপরাজিতার মতে, তাঁর প্রচারের প্রয়োজন নেই। অভিনয় করতে তিনি ভালবাসেন। দিনে দিনে যেন নিজের কাজে আরও দক্ষ হয়ে উঠতে পারেন তাঁর শুধু এই কামনা। তিনি যোগ করলেন, “যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন সত্যিই জনসংযোগ খুবই গুরুত্বপূর্ণ এটা মানি। যাঁরা তা দক্ষ ভাবে করতে পারেন খুবই ভাল। কিন্তু আমি নিজের ক্ষেত্রে প্রচারের প্রয়োজনীয়তা খুব একটা অনুভব করি না।”