অর্কজা আচার্য অন্য ভূমিকায়। ছবি: ফেসবুক।
দেড় বছর কোথাও ছিলেন না তিনি। না ছোট পর্দায়, না সিরিজ়ে। প্রেমে জড়িয়ে পড়েছিলেন? বিয়েও তো করেননি! অথচ ফিরলেন বড় খবর নিয়ে। অভিনেত্রী অর্কজা আচার্য চিকিৎসক। তিনি ‘একা মা’ হয়ে সন্তানের সব দায়িত্ব একা হাতে পালন করছেন।
টেলিপাড়ায় এ রকমই গুঞ্জন ছড়িয়েছে। ব্যাপারটা কী? যোগাযোগ করে জানতে চেয়েছিল আনন্দবাজার ডট কম। প্রশ্ন শুনে ফোনের ও পারে হাসি। অর্কজা বললেন, “গুঞ্জন কিছুটা হলেও ঠিক। সবটাই ঘটছে। তবে ছোট পর্দায়। ধারাবাহিক ‘আনন্দী’ দিয়ে দেড় বছর পরে অভিনয়ে ফিরছি। সেখানেই আমি চিকিৎসক, ‘একা মা’-ও।” কখনও ঘরোয়া বৌ, কখনও শিল্পপতি আবার কখনও পুলিশ অফিসার। “বেশ উপভোগ করি। কত রকম চরিত্রে নিজেকে মেলে ধরার সুযোগ পাই।” ধারাবাহিক ১০ বছরের এগিয়ে গিয়েছে। নায়িকা ডাক্তার আনন্দীর নিজস্ব নতুন চিকিৎসক দল হয়েছে। সেই দলেরই অন্যতম চিকিৎসক সুপর্ণা ওরফে অর্কজা। আপাতত ধারাবাহিকের নতুন চরিত্র নিয়েই ব্যস্ত তিনি।
দেড় বছরের বিরতিতে কী করলেন? “শুরুতে ব্যস্ত ছিলাম রাহুল মুখোপাধ্যায়ের ‘গড়ুরণ’ ছবির বাংলা সংস্করণের চিত্রনাট্য নিয়ে। অনেক দিন ধরে চিত্রনাট্য লেখার শখ আমার। কাজটা হল না। খারাপ লেগেছিল। দিদি বিদেশে থাকে। চলে গিয়েছিলাম ওর কাছে। বেশ কিছু সময় বিদেশে কাটিয়ে ফিরেছি। তার পর এই চরিত্রের জন্য ডাক পেলাম”, বললেন অর্কজা।
প্রেম-বিয়ে? “জীবনে অনেক যন্ত্রণা। সেধে কষ্ট পাওয়ার কোনও ইচ্ছে নেই”, মুচকি হাসি অভিনেত্রীর কণ্ঠে।