মা অর্পিতার সঙ্গে ছেলে তৃষাণজিতের বিশেষ মুহূর্ত। ছবি: সংগৃহীত।
কথায় আছে মেয়েরা বাবার আদুরে হয়। আর পুত্রসন্তানের সঙ্গে তাদের মায়ের সম্পর্ক হয় সবচেয়ে বিশেষ। ছেলেদের একটু বেশি আদর দেয় তাদের মায়েরা। অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ও কি ছেলেকে চোখে হারান? অর্পিতা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমের পাতায় সচরাচর ব্যক্তিগত কোনও ছবি পোস্ট করেন না তাঁরা। অভিনেত্রী অর্পিতার ইনস্টাগ্রামের পাতায় ঢুঁ দিলে দেখা যাবে ‘গওহর’ রূপে অভিনেত্রীর নানা ছবি। তাঁর একক নাটক ‘গওহরজান’ প্রশংসিত হয়েছে সর্বত্র। শুক্রবার সকালে অভিনেত্রী ফ্রেমবন্দি হলেন একেবারে অন্য ভাবে। তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে দেখা যাচ্ছে, ছেলে তৃষাণজিতের সঙ্গে প্রাণ খুলে হাসছেন তিনি। আয়নার সামনে দাঁড়িয়ে ছেলের সঙ্গে নিজস্বী তুলতে ব্যস্ত অভিনেত্রী। যে ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
অর্পিতা এবং তৃষাণজিতের ছবি নিয়ে হইচই। ছবি: ইনস্টাগ্রাম।
ইন্ডাস্ট্রির অন্দরে তৃষাণজিৎ-কে সবাই মিশুক নামেই চেনেন। তাঁর জন্মের পর থেকে বেশ কিছু বছর রোল, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে ছিলেন অর্পিতা। তখন পুরো সময়টাই ছেলেকে দিতে চেয়েছিলেন তিনি। তার পর থেকে আবারও কাজে ফেরেন তিনি। শুধু ক্যামেরার সামনে অভিনয় নয়, নিজের একটি ব্যবসাও গড়ে তুলেছেন অর্পিতা। তবে যতই ব্যস্ততা থাকুক না কেন, ছেলের জন্য সদা সময় রয়েছে তাঁর। কোদাইকানালে মিশুকের স্কুলের শেষ দিনেও হাজির হয়েছিলেন অর্পিতা এবং প্রসেনজিৎ। মা-বাবার মাঝে মিশুকের হাসিখুশি ছবি নজর কেড়েছিল সবার। মা-ছেলের এই নতুন ছবি দেখেও বহু লোকে ইতিবাচক মন্তব্য করেছেন। ব্যক্তিগত জীবনে প্রিয় তারকারা ঠিক কেমন, সেই ঝলক দেখার সুযোগ কি কেউ ছাড়ে!