Ronaldo-Bipasha Kissing Controversy

‘জোরে গান বাজছিল! রোনাল্ডো আমার দিকে নিচু হলেন’, সত্যিই তিনি চুমু খেয়েছিলেন বিপাশাকে?

রোনাল্ডোর সঙ্গে চুমু বিতর্ক পিছু ছাড়েনি বিপাশা বসুর। শোনা যায়, জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক এই কারণেই নাকি ভেঙেছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১২:৩৪
Share:

সে দিন সত্যিই ঘনিষ্ঠ হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং বিপাশা বসু? ছবি: সংগৃহীত।

তখনও বিপাশা বসু জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে রয়েছেন। একত্রবাস করছেন। এমন পরিস্থিতিতে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। প্রকাশ্যে নাকি ডিস্কোথেকেই তাঁকে চুম্বন করছেন ক্রিশ্চিয়ানো, এমন খবর ছড়িয়েছিল সে সময়ে। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। তাঁর পাল্টা প্রশ্ন, “ক্রিশ্চিয়ানো যদি চুমু খেয়েই থাকেন তা হলে সেই ছবি কোথায়? যে ছবি ছড়িয়েছে সে সবই অন্য মুহূর্তের। চুম্বনের নয়।”

Advertisement

অন্তঃসত্ত্বা হওয়ার পরেই অভিনয় থেকে দূরে বিপাশা। মেয়ে দেবীর বড় হয়ে ওঠার প্রতি মুহূর্ত উপভোগ করছেন তিনি। তবু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে চুমু বিতর্ক যে একেবারে পিছু ছাড়েনি, সাম্প্রতিক ভাইরাল হওয়া পুরনো ভিডিয়ো তার প্রমাণ।

সমস্ত বিদেশি পত্র-পত্রিকায় সে সময় ক্রিশ্চিয়ানো আর ভারতীয় ‘কৃষ্ণসুন্দরী’কে নিয়ে চর্চা শুরু হয়েছিল। পিছিয়ে থাকেনি ভারতীয় সংবাদমাধ্যমও। তারাও ক্রিশ্চিয়ানো-বিপাশাকে জুড়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। ঘটনার অনেক বছর পরে একটি অনুষ্ঠানে তার জবাব দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, “একটি অনুষ্ঠানে সঞ্চালনার সুযোগ পেয়েছিলাম। আমার সঙ্গে সঞ্চালনায় ছিলেন বেনস কিংলের মতো খ্যাতনামীরা। সেখানেই রোনাল্ডো উপস্থিত ছিলেন। আমি ওঁকে সম্মান জানিয়েলাম।” অনুষ্ঠান শেষে পার্টি দেওয়া হয়েছিল। সকলে ডিস্কোথেকে গিয়েছিলেন। সেখানে ক্রিশ্চিয়ানো আর বিপাশা একসঙ্গে কিছুটা সময় কাটিয়েছিলেন।

Advertisement

সেই রাতের বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, “ডিস্কোথেকে প্রচণ্ড আওয়াজ। জোরে গান বাজছে। কেউ কারও কথা শুনতে পাচ্ছে না।” আর রোনাল্ডো তাঁর থেকে অনেক লম্বা। ফলে, প্রত্যেকটা কথা অভিনেত্রীর কানের কাছে মুখ নামিয়ে বলছিলেন রোনাল্ডো। বিপাশার উচ্চতা তাঁর তুলনায় কম হওয়ায় তাঁকে বিপাশার দিকে ঝুঁকে কথা বলতে হচ্ছিল। তাঁর দাবি, সেই মুহূর্তের কিছু ছবি উপস্থিত ছবিশিকারিরা তুলে ছড়িয়ে দিয়েছিলেন। সেই ছবিকে বিকৃত করে ভুল তথ্য সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিপাশার মতো রোনাল্ডোও তাই চুম্বনের কথা কখনও স্বীকার করেননি।

তবে এই বিতর্ক জন-বিপাশার সম্পর্কে চিড় ধরিয়েছিল। এক ছাদের নীচে কাটানোর পরেও সম্পর্ক ভেঙে গিয়েছিল তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement