মালাইকা শুভেচ্ছা পাঠাতেই বড় সিদ্ধান্ত অর্জুনের। ছবি: সংগৃহীত।
জন্মদিনে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন অর্জুন কপূর। সকাল থেকেই অভিনেতার জন্মদিন ঘিরে নানা চমক লেগে তৈরি হয়েছে। এই জন্মদিনেই নিজেকে বড় উপহার দিলেন অভিনেতা।
মালাইকার সঙ্গে অর্জুনের বিচ্ছেদ হয় গত বছর। তার আগে তাঁরা একসঙ্গে ছিলেন দীর্ঘ ছ’বছর। বিচ্ছেদের পরে গত বছর জন্মদিনে মালাইকার তরফ থেকে সমাজমাধ্যমে আসেনি কোনও শুভেচ্ছাবার্তা। কিন্তু এ বার বদলে গিয়েছে পরিস্থিতি! প্রাক্তন প্রেমিকা জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অর্জুনকে। আর তার ঠিক পরেই জীবনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা করলেন অর্জুন।
জন্মদিনে হাতে একটি উল্কি করালেন অর্জুন। বৃদ্ধাঙ্গুষ্ঠের ঠিক নীচেই স্থায়ী ভাবে লিখিয়ে নিলেন ‘স্মাইল’। উল্কির ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে অর্জুন লিখলেন, “স্মাইল! কারণ আজ আমার জন্মদিন।” সেই সঙ্গে ‘হ্যাশট্যাগ অর্জুন ২.০’।
কিন্তু কেন এই উল্কি? ভিডিয়োতে অর্জুন বলেছেন, “একটা নতুন উল্কি করালাম। স্মাইল! আসলে আমি খুব একটা হাসি না। খুবই খিটখিটে ধরনের মানুষ আমি। সব সময় আমার মুখ গোমড়া থাকে। তাই এই গোমড়া মুখ থেকে হাসিখুশি হয়ে ওঠার চেষ্টা করছি। হাসুন, বাঁচুন এবং আরও বেশি করে হাসুন।”
এই উল্কি করানোর পদ্ধতিও ভাগ করে নিয়েছেন অর্জুন। এই ভিডিয়ো দেখে অর্জুনের অনুরাগীদের অনুমান, নিশ্চয়ই মালাইকাই তাঁকে আরও হাসিখুশি হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। সেই শর্তেই হয়তো জোড়া লাগছে ভাঙা প্রেম।
এ বছর জন্মদিনে মালাইকার সমাজমাধ্যমে জায়গা করে নিয়েছেন ‘প্রাক্তন’ প্রেমিক অর্জুন। অভিনেতার একটি বুমেরাং ছবি ভাগ করে নিয়েছেন মালাইকা— বিদেশের রাস্তায় খোশমেজাজে লম্ফঝম্ফ করছেন তিনি। সঙ্গে অভিনেত্রীর শুভেচ্ছাবার্তা, “শুভ জন্মদিন অর্জুন কপূর”। এর সঙ্গে সুরার গ্লাসের ইমোজি দিয়েছেন উদ্যাপনের প্রতীক হিসাবে। সেখানেই রয়েছে একটি হৃদয়ের ইমোজিও— তবে, তা লাল নয়। সাদা।
এই পোস্টের ঠিক পরেই গুরু রণধাওয়ার একটি গান ভাগ করে নিয়েছেন মালাইকা। সেই গানের অর্থেও জড়িয়ে রয়েছে প্রেম ও বিরহের রেশ। তাই অনুরাগীদের অনুমান, খুব শীঘ্রই মালাইকা ও অর্জুনকে তাঁরা আবার একসঙ্গে দেখবেন।