Sunjay Kapur Death

করিশ্মাকে বিশেষ নামে ডাকেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী! আগের পক্ষের সন্তানদের কী ভাবেন প্রিয়া?

২০১৬ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। ২০১৭ সালে প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৩:২২
Share:

করিশ্মার সঙ্গে সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়ার সম্পর্ক কেমন? ছবি: সংগৃহীত।

সঞ্জয় কপূরের মৃত্যুর পরে করিশ্মা কপূরকে নিয়ে উঠে আসছে একের পর এক অজানা তথ্য। এ বার জানা গেল, প্রাক্তন স্বামীর স্ত্রী অর্থাৎ প্রিয়া সচদেবের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন ছিল। সন্তানদের মধ্যে সম্পর্কের সমীকরণ নিয়েও এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন প্রিয়া।

Advertisement

২০০৩ সালে বিয়ে করেছিলেন করিশ্মা ও সঞ্জয়। তাঁদের প্রথম সন্তান সামাইরার জন্ম ২০০৫ এবং দ্বিতীয় সন্তান কিয়ানের জন্ম ২০১১ সালে। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। ২০১৭ সালে প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। প্রিয়ার আগের বিয়ে থেকে এক কন্যাসন্তান ছিল— সাফিরা। পরে সঞ্জয় ও প্রিয়ার এক পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম অ্যাজ়ারিয়াস। এক পুরনো সাক্ষাৎকারে সকলের মধ্যে কেমন সম্পর্ক, তা নিয়ে কথা বলেন প্রিয়া।

করিশ্মার ডাক নাম লোলো। প্রিয়াও অভিনেত্রীকে লোলো বলেই ডাকেন। করিশ্মা সম্পর্কে প্রিয়া বলেছিলেন, “আমাদের পরিবারে একতা রয়েছে। আমাদের কপূর পরিবার। আবার ওদের (সামাইরা ও কিয়ান) মায়ের একটা কপূর পরিবার রয়েছে। ওদের মায়ের (করিশ্মা) সঙ্গে আমি ও সঞ্জয়ও বহু আলোচনা করি। আমি ওকে লোলো বলে ডাকি। প্রায়ই বাড়িতে চা পান করতে অথবা নৈশভোজে ওকে আমরা নিমন্ত্রণ করি। আমাদের সঙ্গে ও ভ্রমণেও গিয়েছে বেশ কয়েক বার।”

Advertisement

দুই পক্ষের চার সন্তানের মধ্যে সম্পর্ক নিয়ে প্রিয়া বলেন, “দুই কন্যাই (সামাইরা ও সাফিরা) পরস্পরের খুব ঘনিষ্ঠ। আমার ছোট ছেলে অ্যাজ়ারিয়াস আবার কিয়ানদাদার বড় ভক্ত। সামাইরা ও কিয়ান দু’জনই ভাঙা পরিবারের। তাই ওরা দু’জনই খুব আবেগপ্রবণ।” সন্তানদের জন্যই গোটা পরিবার এক সুতোয় বাঁধা রয়েছে বলে জানান প্রিয়া। করিশ্মা যাতে নিজেকে একা মনে না করেন, তাই প্রায়ই তাঁকে নিমন্ত্রণ করেন বাড়ির বাচ্চারা।

প্রিয়া সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “এই মুহূর্তে বাচ্চারাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরাই তো ওদের এই পৃথিবীতে নিয়ে এসেছি। ওদের একটা সুন্দর জীবন দেওয়ার দায়িত্ব আমাদেরই। এই পৃথিবীতে ওরা যেন সব সময়ে ভালবাসা পায় ও নিরাপদ বোধ করে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement